ধনপুরী হুজুর স্মরণে আলোচনা ও দু’আ মাহফিল
নিউজ ডেস্ক:
শায়খুল হাদীস মাওলানা মুখলিছুর রহমান কিয়ামপুরী বলেছেন, মাওলানা আব্দুল মতিন ধনপুরী আজীবন ইসলামের খেদমত করে গেছেন। তিনি ছিলেন একজন আলেমেদ্বীন। তাঁর অজস্র শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তাদের মাঝেই তিনি আজীবন বেচে থাকবেন।
তিনি শুক্রবার (১৪ জুলাই) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেটের বর্ষীয়ান আলেমেদ্বীন, ইসলামি রাজনীতির আদর্শ ব্যক্তিত্ব, নগরীর জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব শায়খুল হাদীস মাওলানা আব্দুল মতিন ধনপুরী রাহ.-এর স্মরণে সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
শায়খ মাওলানা আব্দুল মতিন ধনপুরী রাহ. ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও দু’আ মাহফিলে তিনি আরো বলেন, আব্দুল মতিন আমাদের সকলের মাঝে যুগ যুগ ধরে একজন ইসলামের খাদেম হিসেবে বেঁচে থাকবেন। আমাদের উচিত তাঁর অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নেয়া।
শায়খ মাওলানা আব্দুল মতিন নবিগঞ্জীর সভাপতিত্বে আলোচনা সভা ও দু’আ মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শায়খুল হাদীস মাওলানা হাফিজ মনসুরুল হাসান রায়পুরী, হযরত মাওলানা শায়খ রেজাউল করিম জালালী।
মাহফিল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব সৈয়দ মুহাম্মদ কাওছার আলী ও সহকারি সদস্য সচিব মাওলানা মো. মনযুর আহমদের যৌথ পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা ফজলুল করিম মিনহাজ, হাফিজ আব্দুল্লাহ ফাহমিদ।
বক্তব্য রাখেন, মাওলানা মুহিবুর রহমান মিটিপুরী, মাওলানা কুতুব উদ্দিন চৌধুরী সিরাজী, মাওলানা মুতাসিমবিল্লা জালালী, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, সৈয়দ আহমদ আলী, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা কাজী রশীদ আহমেদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা জহুরুল হক, মাওলানা মুফতী ফয়জুল হক জালালাবাদী প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন শায়খ মাওলানা আব্দুল মতিন নবিগঞ্জী।
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More