সৌদিতে কারখানায় আগুন, ৭ বাংলাদেশির মৃত্যু
নিউজ ডেস্ক:
সৌদি আরবের দাম্মামে একটি ফার্নিচারের কারখানায় আগুন লেগে ৭ বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুজন। শুক্রবার বিকেলে দেশটির দাম্মামের হুফুপ সানাইয়া এলাকার একটি ফার্নিচারের কারখানায় এই দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছেন।
সৌদির বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এছাড়া একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
নিহত বাংলাদেশিদের মধ্যে তিনজন নাটোরের ও একজন রাজশাহীর। বাকি তিনজনের বাড়ি কোথায় এখনও জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের জন্য পরিচিতদের প্রয়োজন। তবে এখন পর্যন্ত একজনের আত্মীয় ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। এরই মধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে শ্রম কাউন্সিলর নিহতদের পরিচয় শনাক্তে দুর্ঘটনাস্থলে গেছেন। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা যায়নি।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। তবে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আহত কয়েকজনকে ভর্তি করা হয়েছে।
এরই মধ্যে দুর্ঘটনার আসল কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More