সৌদিতে প্রাইভেটকারের ধাক্কায় প্রবাসী বাংলাদেশি নিহত
নিউজ ডেস্ক:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজারের।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় প্রাইভেটকারের ধাক্কায় নিহত হন তিনি।
নিহত আলী হোসেন উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তিংঙ্গেরগাঁও গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৫ বছর আগে সৌদি আরবে যান আলী হোসেন। ৫ বছরের প্রবাস জীবনে দুইবার বাড়িতে এসেছেন। সর্বশেষ গত মার্চ মাসের দিকে ছুটি কাটিয়ে সৌদি আরবে ফিরে যান তিনি। সেখানে কৃষি কাজ করতেন। গত বুধবার সন্ধ্যায় ভিসার মেয়াদ বাড়াতে মোটরসাইকেল ড্রাইভ করে নির্ধারিত অফিসে যাচ্ছিলেন। পথে একটি প্রাইভেটকার আলী হোসেনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
আলী হোসেনের স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
এদিকে প্রবাসী আলী হোসেনের আকস্মিক মৃত্যুতে তার পরিবার আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো বড় ভাই জুবায়ের আহমদ।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More