বাংলাদেশের হয়ে খেলবেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত
নিউজ ডেস্ক:
চীনের হাংঝুতে আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমস। তাতে বাংলাদেশের হয়ে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান জিনাত ফেরদৌসে। জিনাতের জন্ম নিউইয়র্কে। ২৯ বছর বয়সী জিনাতের বাবার বাড়ি ঢাকার নবাবগঞ্জ। মায়ের বাড়ি পাবনায়। ১৯৮৭ সালে এই দম্পতি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই জিনাতের জন্ম ও বেড়ে ওঠা।
জিনাত আগেও বাংলাদেশে এসেছেন। তবে এবার এসেছেন খেলার উদ্দেশ্য নিয়ে। উচ্ছ্বসিত জিনাত বলছিলেন, ‘আমি ষষ্ঠবারের মতো বাংলাদেশে এসেছি। এবার অবশ্য খেলার জন্য ঢাকায় আসা।’
বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সঙ্গে যোগাযোগটা কীভাবে হলো? প্রশ্নটা করতেই হেসে বললেন, ‘সঠিক সময়ে সঠিক লোকের সঙ্গে যোগাযোগ হয়েছে। মামুন আঙ্কেল (বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ) এ ব্যাপারে আমাকে সহযোগিতা করেছেন।’
জিনাত খেলেন ৫০ কেজি ওজন শ্রেণিতে। নিউইয়র্ক রিজিওনের চ্যাম্পিয়ন জিনাত বলেন, ‘আমি নিউইয়র্ক অঞ্চলে চ্যাম্পিয়ন।’
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More