কুয়েতে ভিসা প্রতারণার দায়ে বাংলাদেশি গ্রেপ্তার

নিউজ ডেস্ক:
কুয়েতে ভিসা নিয়ে প্রতারণার অভিযোগে একজন প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তবে গ্রেপ্তার বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
আরব টাইমসের খবরে বলা হয়, দেশটির জাহারা এলাকার আল-ওয়াহা থানায় দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
ভুক্তভোগীর ভাষ্যমতে, বোনের ছেলেকে কুয়েতে নিয়ে আসতে তার সহকর্মী অভিযুক্ত ব্যক্তিকে ৩০০ কুয়েতি দিনার দিয়েছিলেন তিনি। অভিযুক্ত দাবি করেছিল, বাংলাদেশের জনশক্তি অফিসের সঙ্গে তার যোগােযাগ রয়েছে, যার মাধ্যমে ভুক্তভোগীর বোনের ছেলেক কুয়েতে নিয়ে আসতে পারবেন।
এ বিশ্বাসে ভুক্তেভাগী ২০২০ সালের শেষের দিকে আল-ওয়াহা এলাকায় আসামীর কাছে ৩০০ কুয়েতি দিনার হস্তান্তর করেন।
গোয়েন্দা বিভাগ জানান, তখন থেকে অভিযুক্ত ক্রমাগত ঋণ পরিশোধে বিলম্ব করেছে এবং প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়েছে।
আল-ওয়াহা থানার কর্তৃপক্ষ সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার এবং প্রতারিত অর্থ উদ্ধারের লক্ষ্যে সক্রিয়ভাবে মামলাটি তদন্ত করছে। তদন্তটি কথিত প্রতারণার সুনির্দিষ্ট বিষয়ে অনুসন্ধান করবে, যাতে ভিকটিম ন্যায়বিচার পাই এবং তাদের অধিকার সুরক্ষিত থাকে।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More