সৌদির আলবাহায় বাংলাদেশি দূতাবাসের দুই দিনের কনস্যুলার সেবা
নিউজ ডেস্ক:
সৌদি আরবের আলবাহায় অবস্থান করে প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা দেবে বাংলাদেশ কনস্যুলেট জেদ্দা কনস্যুলার টিম।
১৪ জুলাই (শুক্রবার) ও ১৫ জুলাই (শনিবার) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আল-বাহা ও পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীগণের জন্য কনস্যুলেট সেবা প্রদান করা হবে। দূতাবাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
( স্থানঃ গাছের ফোরসান (কমিউনিটি সেন্টার) বেলজুরাশি রোড, মোফাজ্জা, আল-বাহা )।
কনস্যুলার সেবাসমূহ:
এমআরপি রি-ইস্যু: যাদের এমআরপি-এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা মেয়াদ উত্তীর্ণ হবার পথে, তাদের এমআরপি রি-ইস্যু করা হবে। এমআরপি রি-ইস্যু করার সময় পাসপোর্ট এবং ইকামার ফটোকপি-সহ মূল পাসপোর্ট এবং মূল ইকামা সঙ্গে আনতে হবে। রি-ইস্যুর ফি সাধারণ ১২৫ রিয়াল এবং পেশাজীবী ৪১৫ রিয়াল।
এমআরপি (নবজাতক): নবজাতকের এমআরপি-এর জন্য পিতামাতার পাসপোর্টের ফটোকপিসহ মূল পাসপোর্ট এবং ইকামা, শাহাদা মিলাদ, নবজাতকের A4 সাইজের রঙ্গিন ছবি, জন্মনিবন্ধন সনদ, পিতামাতার পাসপোর্ট সাইজের ছবি, পিতামাতার অনলাইন জন্মনিবন্ধন সনদের কপি সাথে আনতে হবে। email: fspvjeddah@gmail.com
এমআরপি ডেলিভারি: এমআরপি ডেলিভারি নেয়ার সময় পুরানো পাসপোর্ট ও মানি রিসিট অবশ্যই সাথে আনতে হবে।
এমআরপি নবায়ন: (১/২) বছরের পাসপোর্ট নবায়ন এর জন্য মূল পাসপোর্ট এবং মূল ইকামা সঙ্গে আনতে হবে। ফি (সাধারণ) বছর প্রতি ৫০ রিয়াল এবং পেশাজীবী বছর প্রতি ১২৫ রিয়াল।
অন্যান্য সেবা: ট্রাভেল পারমিট প্রদান, প্রত্যয়ন ও সত্যায়ন কার্যক্রম।
শ্রম কল্যাণ সংক্রান্ত সেবা : ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ‘সদস্যপদ নিবন্ধন’ ও প্রবাসী কার্ড বিতরণ: নিবন্ধন ফি ১৭০ রিয়াল। স্পেশাল এক্সিট প্রোগ্রামের (SEP) আওতায় আবেদন প্রক্রিয়াকরণ, হুরুব প্রাপ্তদেরকে আইনী সহায়তা প্রদান, বিজ্ঞ আদালতে মামলা দায়ের প্রক্রিয়াকরণ: শ্রম বিরোধ সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক আইনী সেবা প্রদান, মৃতদেহ দাফনের কার্যক্রম প্রক্রিয়াকরণ, অন্যান্য আইনী সেবা/ আইনগত পরামর্শ প্রদান ইত্যাদি।
সোনালী ব্যাংকের সেবা: একাউন্ট খোলা: দেশে সোনালী ব্যাংকের যে কোন শাখায় একাউন্ট খোলা হয়। একাউন্ট খুলতে আবেদনকারীর পাসপোর্ট ও ইকামার কপি, দুই কপি ফটো এবং নমিনীর পসপোর্ট অথবা ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি ও এক কপি ছবি লাগবে।
ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডঃ সর্বাধিক লাভজনক ৫ বছর মেয়াদী বন্ড করা যায়। বন্ড করার জন্য যে সমস্ত কাগজপত্রের প্রয়োজন: ১. বন্ডের হিসাবে টাকা পাঠানোর স্লিপ, ২. বৈধ পাসপোর্ট ও ইকামার ফটোকপি ৩. ভোটার আইডি কার্ডের ফটোকপি, ৪. পাসপোর্ট সাইজের ১ কপি ছবি ৫. বাংলাদেশে ব্যাংক হিসাব নম্বর, ৬. জব সার্টিফিকেট, ৭. অংগীকারনামা। এবং নমিনীর এক কপি ছবি ও ভোটার আইডি কার্ডের ফটো কপি। Email: sbrjed@gmail.com
যোগাযোগঃ 8002440051 ( রোববার থেকে বৃহস্পতিবার ) সকাল ৮টা হতে রাত ১০টা (ছুটির দিন ব্যতীত)।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More