বিশ্বনাথ সাংবাদিক ফোরাম এর কমিটি পূণর্গঠন
নিউজ ডেস্ক:
বিশ্বনাথ সাংবাদিক ফোরাম এর কমিটি পূণর্গঠন করা হয়েছে। ১১ জুলাই মঙ্গলবার বিশ্বনাথ পুরান বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ফোরামের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ফোরামের আহবায়ক সিনিয়র সাংবাদিক নাজমুল ইসলাম মকবুল এর সভাপতিত্বে ও সাংবাদিক তৌফিকুর রহমান হাবিবের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নাজমুল ইসলাম মকবুল (টিভি ওয়ান নিউজ, দৈনিক আজকের বাণী সিলেট প্রতিনিধি ও আদর্শ বার্তা-সাব এডিটর) কে সভাপতি, এইচ এম আরশ আলী (জনতার ডাক, সিঙ্গেরকাছ বার্তা) সহ সভাপতি ও তৌফিকুর রহমান হাবিব (দৈনিক গণমুক্তি) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া মোঃ রাজা মিয়া (দৈনিক পূণ্যভূমি) সহ সাধারন সম্পাদক, আব্দুল মজিদ (বিদেশবার্তা) কোষাধ্যক্ষ, শেখ মোঃ আনাছ আলী (সিলেট মিডিয়া) সদস্য, মোঃ উজ্জল মিয়া (দৈনিক আজকের বাণী, বিশ্বনাথ প্রতিনিধি) কে সদস্য নির্বাচিত করে সাত সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
উল্লেখ্য ২০০৫ ইং এর ২৯ জুলাই সিলেটের বিশ্বনাথে সেসময়ে কর্মরত প্রায় সকল সাংবাদিকদের নিয়ে বিশ্বনাথ সাংবাদিক ফোরাম গঠন করা হয়।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More