Main Menu

জার্মানিতে প্রবাসী নারীদের উদ্যেগে ঈদ আনন্দ উৎসব

নিউজ ডেস্ক:

জার্মানির সবখানেই প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ঈদের আনন্দের রেশ এখনো কাটেনি। এবার ঈদুল আজহার আনন্দ আরো একধাপ বাড়িয়ে দিতে বার্লিনের প্রবাসীরা আরো একবার একত্রিত হলো। শনিবার নগরীর ওয়াইন স্ট্রাসেতে বার্লিনের প্রবাসী নারীদের উদ্যেগে ঈদ আনন্দের মহা এই আয়োজনে নামে প্রবাসীদের ঢল।

      

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে যোগ দেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্যে তিনি দেশের ভাবমূর্তি ও সংস্কৃতিকে ধরে রাখতে সবার প্রতি আহবান জানান। এক্ষেত্রে

প্রবাসীদের এই মিলন মেলায় নানা ধরণের বাংলা খাবারসহ বার্লিনে বসবাসরত সকল পরিবার পরিজনদের এক করতে পেরে খুশী অনুষ্ঠানের উদ্যেক্তা মাকসুদা হোসাইন আনিকা ও পারভীন সুলতানা। ধন্যবাদ জানান আমন্ত্রিত অতিথিদের।

অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল একুশের পদক প্রাপ্ত নাজমুন নেসা পিয়ারীর উপাস্থাপনায় প্রবাসী ক্ষুদে শিল্পীদের সমবেত সাংস্কৃতিক পরিবেশনা। এসময় তাদের উপস্থাপনা উপভোগ করেন সকলে। তারপর মঞ্চে উঠেন স্বনামধণ্য প্রবাসী শিল্পীবৃন্দ । শিল্পী শাহ নিজাম উদ্দিন, মিতালী মুখার্জি, সারণী দত্তসহ আরো অনেকে দর্শকদের মুগ্ধ করতে পরিবেশন করেন দেশের জনপ্রিয় সব সংগীত। ছুটির দিন হওয়ায় এমন অনবদ্য অনুষ্ঠানটি অনেক দিন মনে রাখবে বার্লিন প্রবাসীরা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *