Main Menu

কাতারে শ্রম মিনিস্টার মুস্তাফিজুরের বিদায়ী সংবর্ধনা

নিউজ ডেস্ক:
কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি কাতার। দীর্ঘ পাঁচ বছর দোহায় বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন শেষে দেশে গমন উপলক্ষ্যে এ সংবর্ধনা দেয়া হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৭ জুলাই) রাতে কাতারের রাজধানী দোহায় রেডিসন ব্লু’র জিওয়ান বলরুমে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ বিন নাজমুল হোসেন।

বাংলাদেশ কমিউনিটি কাতারের সিনিয়র সহ সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু রায়হান ও অর্থ সম্পাদক শাহাদাত হোসেন নাসেরের যৌথ পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার সফরত বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য রুস্তম আলী ফরাজী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– বাংলাদেশ কমিউনিটির উপদেষ্টা ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, উপদেষ্টা এস এম ফরিদুল হক, উপদেষ্টা তাজুল ইসলাম, উপদেষ্টা শফিকুল কাদের, উপদেষ্টা আব্দুল মতিন পাটোয়ারী, সহ সভাপতি কপিল উদ্দিন, সহ সভাপতি শাহাজাহান সাজু, সহ সভাপতি ইসমাইল মিয়া, সহ সভাপতি জালাল আহমেদ সিআইপি, সহ সভাপতি জসীম উদ্দিন দুলাল, কো অর্ডিনেটর নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, আবুল কাসেম, কাজী হাসান বিল্লাহ, আব্দুল মালেক, ফয়েজ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন কাজী আশরাফ হোসাইন।

অনুষ্ঠানে কাতারের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, গণমাধ্যম কর্মীসহ ও বাংলাদেশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মিনিস্টার (শ্রম) ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান পাঁচ বছর ধরে দোহায় বাংলাদেশ দূতাবাসে কাউন্সিল, মিনিস্টার শ্রম, চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে রয়েছেন। তিনি দোহায় বাংলাদেশ দূতাবাসের দীর্ঘদিনের দায়িত্ব শেষ করে চলতি মাসের ১৬ তারিখ দেশে ফিরবেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *