মীরগঞ্জ-ভাদেশ্বর সড়কের বেহাল দশা: দেখার যেনো কেউ নেই

নিজস্ব প্রতিবেদক:
গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জ-ভাদেশ্বর সড়ক ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। পুরো রাস্তাটি স্থানে স্থানে ভাঙ্গা। বিগত বন্যায় রাস্তাটি ভেঙে চৌচির হয়ে যাওয়ার একবছর পূর্ণ হয়ে আরেক বন্যা আসলেও রাস্তা সংস্কারের তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তার স্থানে স্থানে ভেঙে সৃষ্টি হয়েছে পুকুরসম বড় বড় গর্ত। কোথাও সড়কের কালো পিচ ওঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে।এসব রাস্তা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা।
বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে থাকে।ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার হাজার হাজার মানুষের।
মীরগঞ্জ খেয়াঘাট ও সিএনজি স্টেশন থেকে শুরু হওয়া রাস্তাটি ভেঙ্গে গেছে অনেক আগেই।এখন তা আরো ভয়ংকর রুপ ধারণ করেছে।ফলে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তা দিয়ে গাড়ী চলাচল সহ স্কুল ও মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রীরা অনেক কষ্ট করে যাতায়াত করছে।বলা যায় রাস্তাটির অবস্থা একেবারে বেহাল কিন্তু এ জনদুর্ভোগ দেখার যেন কেউ নেই।
রাস্তার অবস্থা আর কতো বেহাল হলে সংশ্লিষ্ট কতৃপক্ষ মেরামতের উদ্যোগ নিবেন আমার জানা নেই।
তবে, এলজিইডির আওতাধীন গুরুত্বপূর্ণ এ রাস্তাটি মেরামতের জন্য সিলেট ৬ আসনের ৩ বারের এমপি জনাব নূরুল ইসলাম নাহিদ সাহেব ও উপজেলা প্রকৌশলীর সুদৃষ্টি কামনা করছি।
অনুরোধক্রমে……
মুহাম্মদ হিফজুর রহমান
খতীব,মীরগঞ্জ মাদ্রাসা মসজিদ
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More