Main Menu

ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি যু্বক নিহত

নিউজ ডেস্ক:
তেঁতুলিয়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুজন আলী (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) রাতে রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গভীর রাতে সুজনের মরদেহ বাড়িতে নেওয়া হয়। কিন্তু পুলিশ খবর পেয়ে ময়না তদন্তের মরদেহ নিয়ে যায়।

সোমবার (৩ জুলাই) গভীর রাতে উপজেলার দেবনগর ইউনিয়নের ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সুকানী বিওপির সীমান্ত এলাকায় বিএসএফ তাকে গুলি করে।

নিহত সুজন একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আনুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সীমান্তের ৪৪০/৪ এস পিলার এলাকা দিয়ে সুজনসহ বেশ কয়েকজন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় মদনবাড়ী বিওপির বিএসএফ সদস্যদের ছোড়া গুলিতে সুজন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করানো হয়। সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে ধারণা করছেন স্থানীয়রা। এছাড়া ভারতে কয়েকজন আটক আছেন বলেও তারা মনে করছেন।

দেবনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলেমান আলী সুজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে মরদেহ রংপুর থেকে বাড়িতে আনলে পুলিশ ময়নাতদন্তের জন্য তা থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কথা বলার জন্য বিজিবির ৫৬ ব্যাটালিয়নে বারবার যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *