হবিগঞ্জে আবারো বাড়ছে নদ-নদীর পানি

নিউজ ডেস্ক:
গত কয়েক দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এবং উজান থেকে নেমে আসা পানির কারণে হবিগঞ্জে আবারো বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি।
হবিগঞ্জ জেলার ভাটি অঞ্চলের হাওরগুলো এখনও তেমন ভাবে বাড়েনি পানি। খোয়াই নদীর পানি সোমবার বিকেল পর্যন্ত বিপদসীমা অতিক্রম না করলেও আজমিরীগঞ্জ উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া কালনি-কুশিয়ারা নদীর পানি বয়ে যাচ্ছে বিপদসীমার ৩০ সে.মি উপর দিয়ে। যদিও বৃষ্টি হলেই ফুঁসে উঠছে পানি, বাড়ছে পানির গতিবেগ। আর বৃষ্টি কমলেই স্থিতিশীল অবস্থায় থাকছে নদ নদীর পানি।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেয়া সবশেষ তথ্যে দেখা যায়, খোয়াই নদীর বাল্লা পয়েন্টে বিপদসীমার ২১.২০, শায়েস্তাগঞ্জ পয়েন্টে ১২.৭৫, মাছুলিয়া পয়েন্টে ৯.০৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে ৮.৫৫, মার্কুলি পয়েন্টে ৮.০৪ ও আজমিরীগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৩০ সে.মি উপর দিয়ে বয়ে যাচ্ছে।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী শামিম হাসনাইন মাহমুদ জানান, নদ নদীর পানি বাড়লেও হবিগঞ্জে বড় ধরণের কোন বন্যার শঙ্কা নেই। বৃষ্টিপাত আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More