Main Menu

বার্লিনে ঈদকে উপলক্ষ করে জার্মান বাংলাদেশী কালচার ও সোশ্যাল কমিউনিটির যাত্রা শুরু

বিদেশবার্তা২৪ ডেস্ক:

ব্যাপক জমকালো আয়োজনে বার্লিনে বসবাসরত প্রবাসীরা এক হলো ঈদ উল আজহার পূণর্মিলনী অনুষ্ঠানে। জার্মানির রাজধানী বার্লিনের ক্রয়েজবার্গের একটি মিলনায়তনে উল আজহার আনন্দ ভাগ করে নিতে প্রবাসীদের মিলনমেলায় সামিল হয় বার্লিনের নানা শ্রেণী পেশার প্রবাসীরা। ঈদের দ্বিতীয় দিনের এই অনুষ্ঠানেই গঠিত হয়েছে জার্মান বাংলাদেশী কালচার ও সোশ্যাল কমিউনিটি নামে একটি প্রবাসী কল্যাণমূলক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনেরও। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল প্রবাসীদের সাথে আনন্দ ভাগাভাগি করে কেক কেটে সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এসময় তিনি সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করে সকল প্রবাসীদের মধ্যে সম্প্রীতি বাড়ানোর আহবান জানান।

   

অনুষ্ঠানে আয়োজন করা হয় দারুন সব বাংলা খাবারেরও। সংগঠনটির যাত্রার শুভক্ষণে দেশ ও প্রবাসীদের সবার কল্যাণ কামনা করে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মো: আব্দুল কাদের, মো. জসিম সিকদার, রুবেল স্ট্যার্নকে, নুরুননাহার কাজল, সুমি আক্তার, মো. রিপন বেপারী, আয়াত শাহাদাৎ, মো. সবুজ, সানজিদা আফরোজ, মো. মহিউদ্দিন আহমেদ, নাহিদা রিপন বেপারী, মারুফ স্টেভার্স খন্দকার ও ফাতেমা চৌধুরী নাঈমা। বিভেদ ভুলে এক হওয়ার আহবান ছিল সবার কন্ঠে।

সংগঠনটির ঈদের এই আনন্দ আয়োজনের শেষের পর্বটি ছিল মনকাড়া। প্রবাসীদের প্রিয় সংগীতশিল্পী অপূর্ব বিশ্বাসের গান পরিবেশনা ছাড়াও কোরআন তেলাওয়াত, নতুন প্রজন্মের শিশুদের পরিবেশনায় ফ্যাশন শো, নৃত্য ও সমবেত সঙ্গীত সবাইকে মুগ্ধ করে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *