Main Menu

২০২২ সালে রেকর্ড সংখ্যক অভিবাসী জার্মানিতে

বিদেশবার্তা২৪ ডেস্ক:
রাশিয়া ইউক্রেনে হামলার শুরু করার পর, দেশটি থেকে পালিয়ে আসা বিপুল সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছে জার্মানিতে৷ এর মধ্য দিয়ে, আগের যে কোন সময়ের তুলনায় মোট অভিবাসীর সংখ্যায় রেকর্ড গড়েছে জার্মানি৷

দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা ডেস্টাটিস মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালে জার্মানিতে অভিবাসীদের সংখ্যা অন্য যে কোনও বছরের তুলনায় বেশি ছিল৷

সংস্থাটি বলছে, গেল বছর ২৬ লাখ ৭০ হাজার বিদেশি নাগরিক এসেছেন জার্মানিতে৷ এর মধ্যে ফিরে গেছেন ১২ লাখ৷ আর রয়ে গেছেন ১৪ লাখ ৭০ হাজার৷

এত সংখ্যক বিদেশি আসার প্রধান কারণ হিসেবে ইউক্রেনের যুদ্ধকে চিহ্নিত করেছে জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থাটি৷ ডেস্টাটিস জানায়, এক লাখ ১০ হাজার ইউক্রেনীয় শরণার্থী জার্মানিতে নিরাপত্তা খুঁজতে বাধ্য হয়েছেন৷

২০২১ সালের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, ওই বছর ১৩ লাখ ২০ হাজার বিদেশি এসেছিলেন৷ আর ফিরে গেছেন, প্রায় ১০ লাখ মানুষ৷

জার্মানির অভিবাসীরা যেখান থেকে আসেন

রাশিয়া পূর্ণ শক্তি নিয়ে আক্রমণ শুরু করার পর, গেল বছরের মার্চ থেকে মে-এর মধ্যে বেশিসংখ্যক ইউক্রেনীয় জার্মানিতে এসেছিলেন৷ আর আগস্ট থেকে তাদের আসার সংখ্যা কমতে শুরু করে৷

সিরিয়া, আফগানিস্তান এবং তুরস্ক থেকে আসা মানুষের সংখ্যাও আগের বছরের তুলনায় ২০২২ সালে বেড়েছে৷

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে থেকেও জার্মানিতে আসার প্রবণতা আগের চেয়ে বেড়েছে৷ গেল বছর ইউরোপের বিভিন্ন দেশ থেকে জার্মানিতে আসা অভিবাসীর সংখ্যা ৮৭ হাজার৷ আর ২০২১ সালে এই সংখ্যাটি ছিল ৮১ হাজার৷

বিশেষ করে রোমানিয়া, পোল্যান্ড এবং বুলগেরিয়ার নাগরিকেরাই সবচেয়ে বেশি এসেছেন জার্মানিতে৷

অভিবাসী হচ্ছেন জার্মানরাও

গেল বছর নিজ দেশে ছেড়ে অভিবাসী হওয়া জার্মানদের সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে সংস্থাটি৷ গত বছর দেশ ছেড়েছেন ৮৩ হাজার জার্মান নাগরিক৷ ২০২১ সালে এই সংখ্যাটি ছিল ৬৪ হাজার৷

অভিবাসনের ক্ষেত্রে জার্মান নাগরিকদের প্রধান গন্তব্য সুইজারল্যান্ড, অস্ট্রিয়া এবং যুক্তরাষ্ট্র৷

অভ্যন্তরীণভাবেও ১০ লাখ জার্মান নাগরিক নিজে দেশের ১৬টি রাজ্যের মধ্যে অভিবাসন করেছেন৷

রাজধানী বার্লিন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বাডেন-ভ্যুরটেমবের্গে সবচেয়ে বেশি জার্মান নাগরিক স্থানান্তরিত হয়েছেন৷ আর সবচেয়ে কম হয়েছে ব্রান্ডেনবুর্গে৷

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *