Main Menu

অভিবাসনে ন্যায্যতা নিশ্চিতের প্রতিশ্রুতি গ্রিসের নতুন সরকারের

বিদেশবার্তা২৪ ডেস্ক:
দ্বিতীয় মেয়াদে গ্রিসের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন রক্ষণশীল নিউ ডেমোক্রেসি (এনডি) পার্টির নেতা কিরিয়াকোস। জাতীয় নির্বাচনে বামপন্থি বিরোধীদের একেবারে উড়িয়ে দিয়ে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসীন হয়েছে অভিবাসন ইস্যুতে কট্টরপন্থী কিরিয়াকোসের রক্ষণশীল দল।

মন্ত্রিসভা গঠন করেই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান এবং অভিবাসনের ক্ষেত্রে ন্যায্যাতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে গ্রিসের নতুন সরকার৷

দেশটির নতুন অভিবাসনমন্ত্রী হিসেবে শপথ নিয়ে মঙ্গলবার দিমিত্রিস কাইরিডিস বলেন, অভিবাসন এবং অনিয়মিত অভিবাসন ইস্যুতে ‘কঠোর কিন্তু ন্যায্যা’ নীতি অব্যাহত রাখবে তাদের সরকার৷ আমরা মানবতার পক্ষে কিন্তু বোকা নই৷

কাইরিডিস বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে জোটের সদস্য রাষ্ট্র স্পেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নেবে৷ আর তখন অভিবাসন চুক্তির অনুমোদন চূড়ান্ত হবে বলেও আশা করছে গ্রিক সরকার৷

এনডি ক্ষমতায় আসার আগেই প্রতিশ্রুতি দিয়েছিল, গ্রিক-তুরস্ক সীমান্তে নির্মাণ করা প্রাচীরকে আরও দীর্ঘ করা হবে এবং পূর্ব ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে চাওয়া অভিবাসীবাহী ছোটো নৌকাগুলোকে আটকাতে সমুদ্র নজরদারি বাড়ানো হবে৷

উল্লেখ্য, গ্রিসের দক্ষিণ উপকূলে ভূমধ্যসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবে শত শত মানুষ নিখোঁজ হওয়ার কদিন পর শপথ নিয়েছে দেশটির নতুন সরকার৷ এই নৌকাডুবির উদ্ধার অভিযান নিয়েও সমালোচনার মুখে পড়েছে গ্রিক উপকূলরক্ষীরা৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *