Main Menu

সৌদিতে মার্কিন কনস্যুলেটের সামনে গোলাগুলি, প্রবাসীসহ নিহত ২

বিদেশবার্তা২৪ ডেস্ক:
সৌদি আরবের রাজধানী জেদ্দায় মার্কিন কনস্যুলেটের কাছে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। যার মধ্যে একজন হলেন বন্দুকধারী। অপরজন নেপালি প্রবাসী।

বুধবার (২৮ জুন) এ ঘটনা ঘটে বলে বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, একজন অজ্ঞাত ব্যক্তি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবকাঠামোর কাছে গাড়ি থামান এবং হাতে অস্ত্র নিয়ে গাড়ি থেকে বের হন। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ‘পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেন। এসময় তাদের সঙ্গে বন্দুকধারীর গোলাগুলিতে প্রাণ হারান তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে কাজ করা এক নেপালি প্রবাসী ওই সময় গুলিবিদ্ধ হন। সেখানে তিনি সিকিউরিটি গার্ডের দায়িত্বে নিয়োজিত ছিলেন। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

কেন ওই অজ্ঞাত ব্যক্তি অস্ত্র নিয়ে মার্কিন কনস্যুলেটের কাছে এসেছিলেন এবং তার উদ্দেশ্য কী ছিল— সেই কারণ খুঁজে বের করতে এখন তদন্ত চলছে।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদমাধ্যম আল আরাবিয়াকে নিশ্চিত করেছেন, ওই গোলাগুলির ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

তিনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং কনস্যুলেট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা বিষয়টি তদন্ত করছে। কনস্যুলেট যথাযথভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং কোনো মার্কিন নাগরিক এই হামলায় ক্ষতিগ্রস্ত হননি।’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *