সিলেটে ঈদের দিন সড়কে ঝরলো নারীর প্রাণ
নিউজ ডেস্ক:
সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজি চাঁনপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) ভোরে কোনো এক সময় ওই দুর্ঘটনা ঘটে। তবে কী গাড়ির দ্বারা এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
নিহত নারীর বয়স অনুমানিক ৩৫ বছর। ওই নারী মানসিক ভারসাম্যহীন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে জালালাবাদ থানাপুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
লাশ উদ্ধারের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম রুকন।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More