Main Menu

দক্ষিণ আফ্রিকায় আরও এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

বিদেশবার্তা২৪ ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের বুসাবেলোতে সন্ত্রাসীদের গুলিতে রিগান ইসলাম (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নিহত হযেছেন। নিহত রিগান নোয়াখালী জেলার কবিরহাটের বাটইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীনদ্দি গ্রামের তাজু মিয়ার বড় ছেলে।

সোমবার (২৬ জুন) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে রিগান তাঁর নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

নিহতের ভাই ফাহিম মাহমুদ জানান, ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান তাঁর বড় ভাই। ২০২১ সালে দেশে আসার পর প্রায় ৫ মাস ছুটি কাটিয়ে আবার আফ্রিকা চলে যান। সোমবার রাতে দোকানের মালামাল ক্রয় করে দোকানের সামনে আসেন তিনি। এ সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে সেখানে আগে থেকেই ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তাঁর ভাই।

বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন শাহীন জানান, তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবর পেয়ে পরিবারটির খোঁজ খবর নেওয়া হয়েছে। নিহতের পরিবার তাঁর লাশ আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে।

মাত্র কয়েকদিন আগে দক্ষিণ অফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে হারুনুর রশিদ নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হন। শনিবার (২৪ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যায় দক্ষিণ অফ্রিকার সোয়াটুত শহরে নিজ দোকানে ডাকাতের গুলিতে নিহত হন তিনি।

আরও পড়ুন: দক্ষিণ অফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রবাসী বাংলাদেশি নিহত

নিহত হারুনুর রশিদ (৪৫) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দীঘির পাড় এলাকার মৃত আবিদ মিয়ার ছেলে। সাত ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিলেন তিনি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *