Main Menu

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে প্রবাসীদের বাংলা নববর্ষ উদযাপন

বিদেশবার্তা২৪ ডেস্ক:

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ, রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ কনস্যুলেট অফিস। বর্ণিল আয়োজনে কনস্যুলেট অফিসে উৎসব মুখর পরিবেশের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা।

দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব চ্যান্সারি ইসরাত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মো. মনিরুল ইসলামসহ কনস্যুলেট অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্বনামধন্য শিল্পী রথিন্দ্রনাথ রায়, দিনাত জাহান মুন্নিসহ একাধিক শিল্পী। শিল্পীদের গানে আমন্ত্রিত অতিথিরা নেচে গেয়ে উদযাপন করেন। এতে বাংলাদেশ কনস্যুলেট অফিস ছাড়াও বিভিন্ন দেশের কূটনৈতিকরা উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

নিউইয়র্ক এবং আশেপাশের স্টেটে থাকা প্রবাসী বাংলাদেশি বিভিন্ন শ্রেনীপেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল পরিণত হয় মিনি বাংলাদেশে। সব শেষে বাংলাদেশের নানা রকম পিঠা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *