ওমানে সড়কে প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

নিউজ ডেস্ক:
ওমানে সড়ক দুর্ঘটনায় আবদুল মন্নান (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি।
নিহত প্রবাসী মন্নান হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাওলানা সেকুল ইসলামের বাড়ির মৃত মুহাম্মদ মিয়ার ছেলে। তার ৮ ও ৩ বছর বয়সি দুটি মেয়ে রয়েছে।
সড়ক দুর্ঘটনায় মন্নানের মৃত্যুর খবর শুক্রবার সকালে নিশ্চিত করেছেন ইউপি সদস্য নাছিমা আক্তার।
জানা গেছে, বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টা দিকে প্রবাসী আবদুল মন্নান একটি পিকআপ গাড়ি চালিয়ে যাওয়ার পথে ওমানের ওয়ালিয়াদ মুদাবী স্থানে অপর একটি গাড়ি ধাক্কা দেয়। এ সময় তিনি ঘটনাস্থলেই মারা যান। এতে আরও দুইজন আহত হন।
নিহত প্রবাসী আবদুল মন্নানের লাশ ওমানের একটি হাসপাতালে রাখা হয়েছে। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আবদুল মন্নান জীবিকার তাগিদে ২০০২ সালে ওমানে যান। সেখানে বেশ কদিন চাকরি করার পর তিনি সচ্ছল হলে নিজেই ফানির্চারের ব্যবসা করতেন। এদিকে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে তার স্ত্রী ও সন্তানদের ভবিষ্যত। তার মৃত্যুতে ওমানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
Related News

পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More