সংরক্ষিত আসনে নির্বাচিত হলেন যারা
নিউজ ডেস্ক:
সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ১৪টি সংরক্ষিত আসনে মোট ৮৭ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট দেওয়ার মাধ্যমে ১৪ জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত করেছেন মাহানগরবাসী।
সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ১৪ ওয়ার্ডে নির্বাচিত সংরক্ষিত কাউন্সিলররা হলেন-
১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর সালমা সুলতানা। যিনি চশমা প্রতীকে নির্বাচন করেছেন।
২নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর কুলসুমা বেগম পপি। যিনি হেলিকপ্টার প্রতীকে নির্বাচন করেছেন।
৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর রেবেকা বেগম রেনু। যিনি আনারস প্রতীকে নির্বাচন করেছেন।
৪নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোছা: রুহেনা খানম মুক্তা। যিনি ডলফিন প্রতীকে নির্বাচন করেছেন।
৫নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর শাহানা বেগম শানু। যিনি ডলফিন প্রতীকে নির্বাচন করেছেন।
৬নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর শাহানারা বেগম। যিনি বই প্রতীকে নির্বাচন করেছেন।
৭নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নার্গিস সুলতানা। যিনি চশমা প্রতীকে নির্বাচন করেছেন।
৮নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শারমিন আকতার রুমি। যিনি আনারস প্রতীকে নির্বাচন করেছেন।
৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ছমিরন নেছা। যিনি গ্লাস প্রতীকে নির্বাচন করেছেন।
১০নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আয়শা খাতুন কলি। যিনি বই প্রতীকে নির্বাচন করেছেন।
১১নং ওয়ার্ডে এখনো গননা চলছে।
১২নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোছা: হজেরা বেগম। যিনি চশমা প্রতীকে নির্বাচন করেছেন।
১৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ফাতেমা বেগম। যিনি আপেল প্রতীকে নির্বাচন করেছেন।
১৪নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বাবলি আকতার। যিনি ডলফিন প্রতীকে নির্বাচন করেছেন।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More