যুক্তরাষ্ট্রে জুনেটিনথ উৎসবে গোলাগুলিতে নিহত ১, আহত ২২
নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে দাসত্ব থেকে আফ্রিকানদের মুক্তির দিনের (জুনেটিনথ) উৎসবে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও ২২ জন আহত হয়েছে।
স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে উইলোব্রুকের একটি পার্কিং লটে এই হামলার ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যা ছয়টা থেকেই অনেকেই দিবসটি উদযাপনের জন্য জড়ো হয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, ইলিনয় রাজ্যের শান্তিপূর্ণ উদযাপন গোলাগুলির কারণে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো কোনো সন্দেহভাজনকে আটক করতে পারেনি পুলিশ।
এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় স্থানটি কানায় কানায় পূর্ণ ছিল। গুলির শব্দে লোকজন এদিক ওদিক ছুটতে থাকে।
উল্লেখ্য, জুন মাসের ১৯তম দিনটি জুনেটিনথ, এদিন সরকারি ছুটি থাকে যুক্তরাষ্ট্রে। মার্কিন নাগরিকরা দাসত্বের সমাপ্তির ঘোষণা হিসেবে দিনটি স্মরণ করে। ইতিহাস থেকে জানা যায়, ১৮৬৫ সালের ১৯ জুন গৃহযুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের সমস্ত দাসদের সরকারিভাবে মুক্ত ঘোষণা করা হয়।
এদিকে ওয়াশিংটনের একটি সঙ্গীত উৎসবে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More