বিপদসীমা অতিক্রম করলো সুরমার পানি

নিউজ ডেস্ক:
বিপদ সীমা অতিক্রম করলো সুরমা নদীর পানি। গত কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে শনিবার সকালে সিলেটের নদ-নদীগুলোর পানি ছিলো বিপদসীমা ছুঁইছুঁই। বিকালের দিকে সিলেটের প্রধান নদী সুরমার পানি বিপদ সীমা ছাড়াল।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশিফ আহমেদ শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে গণমাধ্যমকে বলেন, সুরম নদীর কানাইঘাট পয়েন্টে ৩টার দিকে বিপদসীমা ছাড়িয়ে যায় নদীর পানি । এসময় এ পয়েন্টে রেকর্ড করা হয় ১২.৯৫ পয়েন্ট। বিপদসীমা ছিলো ১২.২৬ পয়েন্ট।
এদিকে সিলেটের আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৬ টা থেকে শনিবার সকাল ৬ টা পর্যন্ত সিলেটে ১১৫.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর সকাল ৬ টা থেকে দুপুর ৯ টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৪৯ মিলিমিটার। আগামী ৪৮ ঘণ্টা সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে পাহাড়ি ঢল নামার সমূহ আশঙ্কা রয়েছে।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More