Main Menu

জান্নাত নাহিদ ইতির ওপর হামলা; ত্রাণ সামগ্রী লুট

সমাজসেবী জান্নাত নাহিদ ইতির ওপর হামলা করে তার ত্রাণ সামগ্রী লুট করে নিয়ে যায় আওয়ামীলীগ গুন্ডারা। ১৮ জুন ২০২৩ তারিখে এই ঘটনাটি ঘটে।
জানা যায়, সমাজসেবী ও নারী উদ্যোক্তা জান্নাত নাহিদ ইতি তার সহকর্মীদের নিয়ে ঢাকার মহাখালী রেলের বস্তিবাসীদের মধ্যে শুকনো খাবার এবং কাপড় বিতরণ করার জন্যে বের হলে রেলগেটে তাদেরকে আওয়ামী সন্ত্রাসীরা পথরোধ করে।
এসময় এলাকার চিহ্নিত সন্ত্রাস ফিরোজ ও সোহেলের নেতৃত্বে আওয়ামীলীগ গুন্ডারা সমাজসেবী ও নারী উদ্যোক্তা জান্নাত নাহিদ ইতির ওপর অতর্কিত হামলা করে তার ত্রাণ সামগ্রী লুট করে নিয়ে যায়।
এব্যাপারে জান্নাত নাহিদ ইতির কাছে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমকে জানান- আওয়ামী গুন্ডা ফিরোজ, সুহেল এবং দীপু আমার ঘাড় ও চুল ধরে টেনে নিয়ে যায়। তারা আমাকে অনুচিতভাবে স্পর্শ করে। আমার কান্নাজড়িত চিৎকারে পথচারীরা এগিয়ে এসে আমাকে উদ্বার করেন।
স্থানীয় কাউন্সিলর মোঃ নাছির সংবাদমাধ্যমকে বলেন, জান্নাত নাহিদ ইতি একজন উদীয়মান সমাজসেবী নারী। সে ভিবিন্ন সময় গরীব দুঃখীর সেবা করে থাকে। তার উপরে এরকম আওয়ামীলীগ কর্তিক হামলা এবং ত্রাণ লুটের ঘটনায় আমি খুবই উদ্বিগ্ন হয়েছি।
তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন- এই ঘটনা খুবই নিন্দনীয়। আমি এর সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করছি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *