মালয়েশিয়ায় আগুনে আরও এক বাংলাদেশির মৃত্যু

বিদেশবার্তা২৪ ডেস্ক:
মালয়েশিয়ায় ছাপা কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ ৪ বাংলাদেশির মধ্যে আরও একজন মারা গেছেন। তিনি হচ্ছেন যশোরের মনির উজ্জামান (৪২)। এ নিয়ে কারখানাটিতে আগুনে তিন বাংলাদেশি মারা গেলেন।
স্থানীয় সময় শুক্রবার (১৬ জুন) সকাল ৯টা ৩০মিনিটে সারডাং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মনির।
এর আগে বৃহস্পতিবার (১৫ জুন) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রি সোলেমানের জুমু এসডিএন বিএইচডি নামের একটি ছাপাখানায় অগ্নিকাণ্ড ঘটে দুই বাংলাদেশি মারা যান। দগ্ধ ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় সারডাং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান মনির। বাকি ৩ জন, একই জেলার রাজা (২৯), মো. সাইফুল ইসলাম (৪২), বাবলু রহমান (৪৪) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে দগ্ধদের চিকিৎসার জন্য পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে হাইকমিশন থেকে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
উল্লেখ্য,. বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গির তামান ইন্ডাস্ট্রি সোলেমানের একটি ছাপাখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। অগ্নিকাণ্ডের সময় ৬ বাংলাদেশি ছাপাখানায় আটকা পড়েন। পরে তাদের মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা হলেও দুজন ঘটনাস্থলেই মারা যান।
জেবিপিএম অ্যাসিস্ট্যান্ট অপারেশন ডিরেক্টর এহসান মোহাম্মাদ জেইন আরও বলেন, ছাপাখানাটির আকার ৬০/৮০ বর্গফুট। ফায়ার সার্ভিসকর্মীদের চেষ্টায় ভোর ৪টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধোঁয়ার কারণেই ঘটনাস্থলে ওই দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More