আমিরাতে আজ থেকে মধ্যাহ্ন বিরতি শুরু
নিউজ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতে শ্রমিকদের জন্য আজ বৃহস্পতিবার (১৫ জুন) থেকে মধ্যাহ্ন বিরতি চালু করা হয়েছে। মিনিস্ট্রিরি অব হিউম্যান রিসোর্স (MOHRE) সবার মোবাইল ফোনে মেসেজ দিয়ে সতর্ক বার্তা পাঠাচ্ছে যে, আমিরাতের শ্রম নীতির অংশ হিসেবে এই কর্মসূচি ঘোষণা করেছে মানব সম্পদ মন্ত্রণালয়।
মানব সম্পদমন্ত্রী নাসের বিন থালি আল হামলি এক ঘোষণা পত্রে উল্লেখ করেন, প্রতি বছর যখন সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করে তখন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে বিগত ১৭ বছর থেকে মধ্যাহ্ন বিরতি চলে আসছে।
মানব সম্পদ মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী চলতি মাসের ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ তিন মাস দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতি থাকবে। আইন অমান্যকারী কোম্পানিকে ৫০ হাজার দিরহাম পর্যন্ত জরিমানা ও লাইসেন্স বাতিলের মতো শাস্তি দেওয়া হবে। পাশাপাশি শ্রমিকের বেলায় ৫ হাজার দিরহাম জরিমানার আইন রাখা হয়েছে।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More