Main Menu

ভেনিসে ভৈরববাসীর আয়োজনে ভৈরবী মিলন মেলা

নিউজ ডেস্ক:
ইতালির ভেনিসে বসবাসরত ভৈরববাসীর উদ্যোগে স্থানীয় সান জুলিয়ানো পার্কে দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ভৈরবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শিশু কিশোরদের খেলাধুলা নারী পুরুষদের অংশগ্রহণে মজাদার ইভেন্ট ছাড়াও আকর্ষণীয় লটারির আয়োজনে প্রায় হাজার প্রবাসীদের উপস্থিতি মিলন মেলা শেষ পর্যন্ত একখন্ড বাংলাদেশে পরিণত হয়। প্রবাসে এমন আয়োজন প্রবাসী পরিবারদের বাড়তি আনন্দ যোগায়। এই প্রজন্মের ছেলে মেয়েরা খোজেঁ পায় বাংলাদেশের কালচার।

নারী পুরুষ ও শিশু কিশোর সহ প্রবাসী পরিবারগুলো উপস্থিত হলে সবাইকে আয়োজনের পক্ষ থেকে দুপুরে আপ্যায়ন করানো হয়।

ভৈরবের প্রবীণ কমিউনিটি নেতা আবুল কাসেমের সভাপতিত্বে সোহেল মিলা ও শহিদুল ইসলাম শহীদ এর যৌথ পরিচালনায় মিলন মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরবের কৃতি সন্তান ইতালির রোমের রাজনৈতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব হাজি জসিম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন ভেনিস কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ভৈরবের কৃতি সন্তান সোলাইমান হোসাইন, মোবারক হোসাইন, কাজী আবদুল্লাহ আল বাকি রোনাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরবের প্রবীণ ব্যক্তিত্ব আবদুল মান্নান,মনফলকনে কমিউনিটি নেতা নুরুল আমিন খন্দকার,জাহাঙ্গীর সরকার,ফরিদুল ইসলাম আনিস, তোফাজ্জল হোসেন তোষন খান,মোস্তাফিজুর রহমান রবিন, কামরুজ্জামান শাফি, সোহাগ আলম, আনিসুর রহমান কাপন। হাজী রাসেদ মিয়া, আহাদ মিয়া, মাহবুবুর রহমান, হান্নান মিয়া, সুজন রহমান, মাস্টার রহমতউল্লাহ, সেলিম জাবেদ, রতন মিয়া।

আরও উপস্থিত ছিলেন, রাশেদ মিয়া, শাহাদাত হোসেন, মিজানুর রহমান, আবুল বাশার, বাহাউদ্দিন বাহার মামুন, আবু বক্কর, আবু তৌহিদুল আপন, সবুজ সারোয়ার, সোহেল রহমান, সানি হক, জহিরুল ইসলাম, মিয়া মামুন, আজিজুল, তপু আহমেদ, কফিল উদ্দিন শামীম। সৌরভ মিয়া, মোমেন মিয়া, পিন্টু মাহমুদ, সুলতান হাবিব, আনোয়ার, আষাড়, কাজল মিয়া, জনি মিয়া প্রমুখ।

অনুষ্ঠানকে সুন্দর করতে ভৈরব প্রবাসীদের পক্ষে লন্ডন, জার্মান, বাংলাদেশসহ বিভিন্ন প্রোভেন্সি থেকে আগত ভৈরবের সামাজিক ও রাজনৈতিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন। এই বিশাল মিলন মেলা টি যেন পারস্পরিক সম্পর্ক পূনঃস্থাপনের পাশাপাশি নিজেদের কে নতুন করে এক ভাতৃত্ববন্ধনে আবদ্ধ করেছে।

দিনব্যাপী এই আয়োজনের মূল আকর্ষণ ছিল রাফেল ড্র। পুরস্কার হিসেবে ভেনিস টু ঢাকা বিমান টিকেটসহ টিভি মোবাইল সেট বাইসাইকেলসহ প্রায় বিশটি পুরস্কার দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন বিজয়ীদের থেকে পুরস্কার তুলে দেন অতিথিসহ আয়োজকরা।

এই ভৈরববাসীদের মিলন মেলায় প্রয়াত রাষ্ট্রপতি মো.জিল্লুর রহমানের জীবনের শেষ ইচ্ছা ভৈরবকে দেশের ৬৫তম প্রস্তাবিত জেলা বাস্তবায়নের দাবি জানিয়েছে উপস্থিত ভৈরববাসী।

অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়ে সহযোগিতা করার জন্য আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *