Main Menu

সাগর থেকে বাংলাদেশিসহ ৯০ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

নিউজ ডেস্ক:
গ্রিসের কিথেরা দ্বীপে আটকাপড়া ৯০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষীরা৷ উদ্ধারের পর এসব অভিবাসনপ্রত্যাশীদের পেলোপোনেশিয়ান উপকূলের নেয়াপোলিতে নেয়া হয়েছে। উদ্ধার হওয়া এসব অভিবাসীদের মধ্যে বাংলাদেশিও রয়েছে।

গ্রিক কর্তৃপক্ষ রবিবার জানিয়েছে, এসব অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশের নাগরিক। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ৩৭ জন অপ্রাপ্তবয়স্ক৷

গ্রিক কর্তৃপক্ষ জানায়, অভিবাসনপ্রত্যাশীদের দলটি নৌকায় করে যাত্রা করে। সাগরে বিপদসংকুল অবস্থায় পড়ার খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে গ্রিসের উপকূলরক্ষীরা৷ শনিবার সন্ধ্যায় শেষ হয় উদ্ধার অভিযান৷ তবে অভিবাসনপ্রত্যাশীদের সবাই সুস্থ আছেন।

গ্রিক উপকূলরক্ষীরা আরও জানিয়েছেন, নৌকা থেকে উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীরা আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক এবং মিশরের নাগরিক৷ তবে কোন দেশ থেকে কতজন অভিবাসনপ্রত্যাশী সেখানে ছিলেন সে বিষয়ে কোনো তথ্য জানায়নি তারা৷ ওই নৌকা থেকে মানব পাচারকারী সন্দেহে দুইজনকে আটকও করেছে গ্রিক কর্তৃপক্ষ।

এ বিষয়ে জার্মান বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, অভিবাসীবাহী নৌকাটি তুরস্কের উপকূল থেকে ছেড়ে এসেছিল৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *