মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২২ প্রবাসী আটক
নিউজ ডেস্ক:
মালয়েশিয়ায় অবৈধ বসতি স্থাপনের অভিযোগে বাংলাদেশিসহ ২২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। বৃহস্পতিবার (৮ জুন) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটককৃতদের মধ্যে ঠিক কতজন বাংলাদেশি তা জানানো হয়নি।
অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতো রুসলিন বিন জুসোহ এ তথ্য নিশ্চিত করে জানান, সেলাঙ্গর রাজ্যের পুচংয়ের পুলাউ মেরান্তি দ্বীপে অবৈধ বসতি স্থাপনের অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৮ জন নারী। তাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।
তিনি আরও জানান, বিদেশিরা কয়েক দশক ধরে স্থানীয়দের কাছ থেকে জমি ভাড়া নিয়ে বিদ্যুৎ সাবস্টেশন গ্রিডের অধীনে চাষাবাদ করছিলেন। বিশেষ করে বিদেশি শ্রমিকরা ১ দশমিক ৬ হেক্টর জমিতে অবৈধ বসতি গড়ে তোলার পাশাপাশি দীর্ঘদিন ধরে সেখানে সবজি চাষ করে আসছেন।
এদিকে আটক অভিবাসীদের ডকুমেন্টেশন প্রক্রিয়ার জন্য সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে এবং ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More