Main Menu

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশির কারাদণ্ড

বিদেশবার্তা২৪ ডেস্ক:
মালয়েশিয়ার মেলাকা রাজ্যে প্রতারণার দায়ে মোহাম্মদ সুফিয়ান (৫২) নামে এক বাংলাদেশিকে ৭ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (৬ জুন) মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ এবং ছিনতাইয়ের মিথ্যা পুলিশি প্রতিবেদন তৈরির অভিযোগে র আয়ার কেরোহ আদালত তাকে এ দণ্ড দেন।

মালয়েশিয়ার ম্যাজিস্ট্রেট শারদা শিনহা সুলেইমান সুফিয়ানকে এ দণ্ড দেন। সুফিয়ান আদালতে দোভাষীর মাধ্যমে দুটি অভিযোগ পাঠের পরপরই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

প্রথম অভিযোগে বলা হয় বাংলাদেশি মোহাম্মদ সুফিয়ান কোনো বৈধ পাসপোর্ট ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করেন এবং অবৈধভাবে মেলাকায় বসবাস শুরু করেন। এরপর গত ২০ মে সকাল সাড়ে ১১টার দিকে মেলাকা রাজ্যের তেনগা জেলার তানজুং মিয়াক থানার তদন্ত অফিসে অন্যজনকে ফাঁসাতে একটি ছিনতাইয়ের মিথ্যা পুলিশি প্রতিবেদন দাখিল করেন।

ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (সংশোধনী ২০০২)-এর ধারা ৬(১)(গ) অনুযায়ী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলে অনধিক ১০ হাজার রিঙ্গিত অর্থদণ্ড বা পাঁচ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে এবং একই আইনের ৬(৩) ধারায় শাস্তিযোগ্য হবে।

দ্বিতীয় অভিযোগে বলা হয়, অভিযুক্ত বাংলাদেশি কর্পোরাল আইদাওয়াতি হুসিনের কাছে একটি মিথ্যা প্রতিবেদন তৈরি করেছিলেন এবং এই মিথ্যা প্রতিবেদনের ফলে তানজুং মিয়াক থানার তদন্ত অফিসার ইন্সপেক্টর মুহাম্মদ হাজিক ফাথেলি সাধারণ মানুষদের কাছে হেয় হয়েছেন।

পুলিশ রিপোর্টে বলা হয়, দেশটির অভিবাসন বিভাগে অভিযুক্ত ওই বাংলাদেশির ফিঙ্গার প্রিন্ট এবং বায়োমেট্রিক পর্যালোচনায় দেখা যায়, অভিযুক্ত বাংলাদেশির মালয়েশিয়ায় বসবাসের কোনও নথিপত্র নেই এবং তিনি একজন অবৈধ অভিবাসী।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *