হুন্ডি প্রতিরোধে সৌদিপ্রবাসীদের এগিয়ে আসার আহ্বান
বিদেশবার্তা২৪ ডেস্ক:
সৌদি আরব থেকে হুন্ডি পরিহার করে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশে রেমিট্যান্স পাঠালে তা অনেকাংশে বাড়বে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবে বসবাসরত ২৮ লাখ প্রবাসী বৈধ পথে রেমিট্যান্স পাঠালে তা দেশের অর্থনীতিকে চাঙা করবে। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত সৌদিপ্রবাসীরা দেশে প্রায় ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার পাঠিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (৬ জুন) রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ‘রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও হুন্ডি প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন রাষ্ট্রদূত।
সেমিনারে রিয়াদের কমিউনিটির বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ ও বিওডি সদস্যসহ অন্যরা যোগ দেন। এ ছাড়া দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত দেশের প্রয়োজনে সৌদিপ্রবাসীদের হুন্ডি প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তিনি কমিউনিটির সবাইকে হুন্ডি প্রতিরোধে সাধারণ প্রবাসীদের মধ্যে সচেতনতা তৈরির আহ্বান জানান।
এ ছাড়া দক্ষ কর্মীর বিষয়ে রাষ্ট্রদূত বলেন, বিদেশে আসার আগে দক্ষতা অর্জন করে এলে ভালো বেতনের চাকরি পাওয়া সম্ভব। দক্ষ কর্মী পাঠানো হলে রেমিট্যান্স প্রবাহও বেড়ে যাবে।
Related News
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More