Main Menu

মানুষ মানুষকে এভাবে মারে না: সৌদিফেরত নারী

নিউজ ডেস্ক:
সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন ১২ বাংলাদেশি গৃহকর্মী। শনিবার (৩ জুন) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তাঁরা। বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সৌদি থেকে ফিরে আসা এক নারী বিমানবন্দরে এপিবিএন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘যে মারধর করে এতা সহ্য করন যায় না। মানুষ মানুষকে এভাবে মারে না। এ কথা বলার পরই কান্নায় ভেঙে পড়েন ওই নারী।

জিয়াউল হক জানান, গত মে মাসে একজন ভুক্তভোগীর স্বামী বিমানবন্দর এপিবিএনের কাছে অভিযোগ জানান তার স্ত্রী ছয় মাস আগে একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গৃহকর্মীর কাজ করতে সৌদি আরব যান। তবে যাওয়ার পর থেকে তিনি স্ত্রীর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিলেন না। শারীরিক ও মানসিকভাবে তার স্ত্রী নির্যাতনের শিকার হচ্ছেন বলে লোকমুখে জানতে পেরে এপিবিএনের সহযোগিতা চান। একই সঙ্গে ট্রাভেল এজেন্সিটির বিরুদ্ধে অভিযোগ জানান। এরপর বিমানবন্দর পিবিএনের গোয়েন্দা দল এ নিয়ে কাজ শুরু করে।

অভিযোগ পেয়ে এপিবিএন কর্মকর্তারা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে জানতে চান। ভুক্তভোগী নারী কোথায় কী অবস্থায় আছে, সে বিষয়েও তথ্য চাওয়া হয়। অভিযোগটিকে গুরুত্ব দিয়ে এপিবিএন কাজ করছে বুঝতে পেরে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সি অফিস বন্ধ করে দেয়, গা ঢাকা দেন কর্মীরা।

এরপর ভুক্তভোগী নারীদের দেশে ফিরিয়ে আনলে আইনগত জটিলতা থেকে হয়ত মুক্তি মিলতে পারে এমন আশায় এজেন্সির লোকজন তাদের ফেরত এনেছে বলে মনে করছেন এপিবিএনের এই অতিরিক্ত পুলিশ সুপার।

পুলিশ কর্মকর্তা জিয়াউল হক বলেন, ভুক্তভোগী নারীসহ ১২ জন নারী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান। পরে তাঁদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে। মানব পাচারে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট এজেন্সির কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *