ভূমধ্যসাগর থেকে ৫৯৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
বিদেশবার্তা২৪ ডেস্ক:
ভূমধ্যসাগরে একটি নৌকা থেকে ৫৯৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ডক্টর উইদাউট বর্ডারসের (এমএসএফ) উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস৷ উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৫১ জন অপ্রাপ্তবয়স্ক এবং ১১ জন নারী৷
এসব অভিবাসনপ্রত্যাশীরা কোন কোন দেশের নাগরিক রয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানায়নি এমএসএফ৷
এমএসএফ জানায়, শনিবার টানা তিন ঘণ্টার অভিযানে নৌকায় আতঙ্কগ্রস্ত অভিবাসনপ্রত্যাশীদের সবাইকে উদ্ধার করতে সক্ষম হন জাহাজটির নাবিকেরা৷
ইতালির সিসিলির উপকূল থেকে রেডিও কলের মাধ্যমে নিজেদের দুরাবস্থার বার্তা পাঠায় নৌকাটি৷ খবর পাওয়ার পর অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে উপকূলের কাছাকাছি থাকা জাহাজ জিও ব্যারেন্টসকে অনুরোধ জানায় ইতালীয় কর্তৃপক্ষ৷
অভিবাসী উদ্ধারের বিষয়ে টুইটারে এমএসএফ জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে ইতালীয় কর্তৃপক্ষ অনুরোধ জানানোর সময় নিজেদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিলেন তারা৷ তিন ঘণ্টার অভিযানে নারী ও শিশুসহ ৫৯৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে৷ তাদের সবাইকে নিরাপদে জাহাজে আনা হয়েছে৷ মেডিকেল টিম তাদের শারিরীক অবস্থা পর্যবেক্ষণ করছেন৷’’
এদিকে উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে উদ্ধারকারী জাহাজটিকে ইতালির বারি বন্দরের দিকে যাওয়ার নির্দেশ দিয়েছে রোম৷ মঙ্গলবার সকালে উদ্ধারকারী জাহাজটি বারিতে পৌঁছার কথা রয়েছে।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More