Main Menu

ভূমধ্যসাগর থেকে ৫৯৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

বিদেশবার্তা২৪ ডেস্ক:
ভূমধ্যসাগরে একটি নৌকা থেকে ৫৯৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ডক্টর উইদাউট বর্ডারসের (এমএসএফ) উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস৷ উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ১৫১ জন অপ্রাপ্তবয়স্ক এবং ১১ জন নারী৷

এসব অভিবাসনপ্রত্যাশীরা কোন কোন দেশের নাগরিক রয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানায়নি এমএসএফ৷

এমএসএফ জানায়, শনিবার টানা তিন ঘণ্টার অভিযানে নৌকায় আতঙ্কগ্রস্ত অভিবাসনপ্রত্যাশীদের সবাইকে উদ্ধার করতে সক্ষম হন জাহাজটির নাবিকেরা৷

ইতালির সিসিলির উপকূল থেকে রেডিও কলের মাধ্যমে নিজেদের দুরাবস্থার বার্তা পাঠায় নৌকাটি৷ খবর পাওয়ার পর অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে উপকূলের কাছাকাছি থাকা জাহাজ জিও ব্যারেন্টসকে অনুরোধ জানায় ইতালীয় কর্তৃপক্ষ৷

অভিবাসী উদ্ধারের বিষয়ে টুইটারে এমএসএফ জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে ইতালীয় কর্তৃপক্ষ অনুরোধ জানানোর সময় নিজেদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছিলেন তারা৷ তিন ঘণ্টার অভিযানে নারী ও শিশুসহ ৫৯৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে৷ তাদের সবাইকে নিরাপদে জাহাজে আনা হয়েছে৷ মেডিকেল টিম তাদের শারিরীক অবস্থা পর্যবেক্ষণ করছেন৷’’

এদিকে উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে উদ্ধারকারী জাহাজটিকে ইতালির বারি বন্দরের দিকে যাওয়ার নির্দেশ দিয়েছে রোম৷ মঙ্গলবার সকালে উদ্ধারকারী জাহাজটি বারিতে পৌঁছার কথা রয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *