পেটারসনে বাংলাদেশি মসি আহমদ চৌধুরী কাহেলের মৃত্যু

নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউজার্সীর পেটারসনে বসবাসকারী মসি আহমদ চৌধুরী কাহেল ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি ভাদেশ্বর পূর্বভাগ সিংকাপন নিবাসী।
স্থানীয় সময় রবিবার (২৮ মে) মধ্যরাত ১২ঃ৫৭ মিনিটের দিকে পেটারসনের বাসায় তিনি ইন্তেকাল করেন। মরহুমের নামাজে জানাজা আজ বাদ যোহর মসজিদ জালালাবাদে অনুষ্টিত হবে। এতে সকল ধমপ্রাণ মুসলমান, মরহুমের বন্ধু, আত্মীয়স্বজন সকলকে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে মরহুমের পরিবারের সদস্যরা।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে সর্বমহলে সমাদৃত, সজ্জন ও সদা হাস্যোজ্জ্বল ছিলেন কাহেল। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More