ইতালিতে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় বাংলদেশি যুবক নিহত

নিউজ ডেস্ক:
ইতালির মিলানে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আব্দুল রুমান (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রুমান একটি ভারী মেশিনের নিচে চাপা পড়ে হয়ে আহত হওয়ার পর নিগুরাদা হাসপাতালে মারা যান।
কর্মক্ষেত্রে তিনি মাথায় ও বুকে আঘাত পেয়েছেন এবং পায়ে ও বাহুতে মারাত্মক আঘাত পেয়েছেন। রুমান ক্রোকোলাক্সে তার প্রথম দিনে কাজ করছিলেন, একটি কোম্পানি যেটি ট্রেজানো সুল নাভিলিওতে চামড়ার জিনিসপত্র উৎপাদনের সাথে কাজ করে। এ ঘটনায় স্থানীয় পুলিশ হত্যা মামলার নির্দেশ দিয়েছেন। যন্ত্রপাতি জব্দ করার পাশাপাশি ওই যুবকের সঙ্গে নিয়মিত চুক্তি ছিল কি না, তাও তদন্তে করছে স্থানীয় পুলিশ।
নিহত রুমানের দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। মরহুম আব্দুর রশিদ হাওলাদারের বড় ছেলে রুমান মিলানে মা এবং ছোট ভাইকে নিয়ে বসবাস করতেন। তার মৃত্যুতে মিলান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More