অভিবাসন ব্যয় কমানোর দাবি প্রবাসী অধিকার পরিষদের
বিদেশবার্তা২৪ ডেস্ক:
কুয়েতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কুয়েত শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। দেশটির খাইতান সিটির রাজধানী হোটেলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার সভাপতি আমান উল্লাহ আমান।
সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও সমস্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।
সভায় প্রধান বক্তা রবিউল হক বলেন, পার্শ্ববর্তী দেশ যেখানে অল্প খরচে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারে আমরা বাংলাদেশিরা একই দেশে যেতে পাঁচগুণ অর্থ দিয়ে আমাদের প্রবাসে আসতে হয়। অভিবাসন ব্যয় কমাতে হবে। দেশের অর্থনীতির চাকাকে আরও সচল রাখতে পারি। আমরা চাই সরকার আমাদের পাশে দাঁড়াবে দাবিগুলো মেনে নেবে।
এসসময় প্রধান অতিথির বক্তব্যে কাউসার সিকদার বলেন, আমরা প্রবাসীরা কষ্টার্জিত অর্থ দেশে পাঠাচ্ছি, অর্থনীতি চাকার গতি বাড়ছে স্মার্ট হচ্ছে বাংলাদেশ। স্বল্প সময়ে জন্য দেশে ছুটিতে গেলে প্রবাসীদের প্রয়োজনীয় কাজে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত স্মার্ট সেবা দেওয়ার অনুরোধ জানানো হয়। প্রবাস ফেরত প্রবাসীদের মাসিক ভাতা দেওয়া হয়। যেন জীবনের শেষ বয়সে এসে অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করতে না হয় রেমিট্র্যান্স যোদ্ধাদের।
অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয় কুয়েত শাখার সাবেক সফল বিদায়ী সভাপতি কাউসার শিকদারকে। কর্মদক্ষতা উন্নয়নে ক্রেস্ট দেওয়া হয় ইউনুস মাহমুদ, শহিদুল ইসলাম, সুমন ইসলাম নিরব, মির্দা শহিদুল, মামা সেলিম, সাইফুল ইসলামকে।
এ সময় সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, কাওছার সিকদার কুয়েত শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ক্রীড়া সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক রবিউল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বিল্লাল পাটোয়ারী, সহ-সভাপতি ইউনুস মাহমুদ, সহ-সভাপতি রেজওয়ান আহমেদ, অর্থ সম্পাদক- আসাদুল ইসলাম আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক-শফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক-শেখ নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম।
সভায় সহ-সভাপতি-আব্দুল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রতন, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক আনারুল হক, সাবেক সহ-সভাপতি আইনুল হক, আব্দুল আলিম, মো. নয়নসহ দেড় শতাধিক নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে কেক কেটে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উপস্থিত নেতাকর্মীরা।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More