পাচারকারীদের মুক্তি দিচ্ছে হাঙ্গেরি, সীমান্তে কড়া পাহারায় অস্ট্রিয়া
বিদেশবার্তা২৪ ডেস্ক:
মানবপাচারের দায়ে বিভিন্ন মেয়াদে কারাগারে থাকে হাজারো কয়েদিকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি৷ এই ঘোষণার পরই হাঙ্গেরির সঙ্গে থাকা সীমান্তে নজরদারি বাড়িয়েছে অস্ট্রিয়া, তল্লাশিতেও কড়াকড়ি অবস্থানে আছে দেশটির সীমান্তরক্ষীরা৷
হাঙ্গেরির এমন ঘোষণায় ভীষণ ক্ষিপ্ত হয়েছে ভিয়েনা৷ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সোমবার অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবের্গ বলেছেন, মানবপাচারকারীদের মুক্তি দেয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে ভিয়েনায় হাঙ্গেরির রাষ্ট্রদূতকে তলব করবে তার মন্ত্রণালয়৷
অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার জানানো হয়েছে, হাঙ্গেরি, রোমানিয়া এবং সার্বিয়া থেকে আসা যানবাহনগুলোকে সীমান্তে ভালোভাবে তল্লাশি করা হবে৷ ইউরোপীয় ইউনিয়েনর সদস্য রাষ্ট্র হাঙ্গেরির সঙ্গে পুলিশি সহযোগিতার বিষয়টিও পর্যালোচনায় রয়েছে বলে জানানো হয়েছে৷
মানবপাচারের দায়ে সাজা ভোগ করা হাজার হাজার বিদেশি বন্দিকে মুক্তি দিচ্ছে হাঙ্গেরি৷ তবে তাদের প্রত্যেককে ৭২ ঘণ্টার মধ্যে হাঙ্গেরি ছেড়ে চলে যেতে হবে৷ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের জারি করা একটি ডিক্রিতে এই কথা বলা হয়েছে৷
শুক্রবার বুদাপেস্ট থেকে এই সিদ্ধান্ত আসার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ এতে বলা হয়েছে, হাঙ্গেরি সরকার যাদের মুক্তি দিচ্ছে তারা অসংখ্য মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছিল৷
বলকান রুট হয়ে পশ্চিম ইউরোপে অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে প্রধান রুট হাঙ্গেরি৷
এদিকে, গেল এপ্রিলে নতুন করে আরো অন্তত সাড়ে তিন হাজার আশ্রয় আবেদন জমা পড়েছে অস্ট্রিয়াতে৷ যা আগের বছরের তুলনায় তিন ভাগের এক ভাগ কম৷
চোরাচালানের রুটগুলোতে নজরদারি এবং অনিয়মিত অভিবাসীদের দেশ এবং ট্রানজিট দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর কারণে এই সংখ্যাটি কমেছে বলে মনে করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷
তলব করা হবে রাষ্ট্রদূতকে
ইউরোপীয় ইউনিয়নের একটি বৈঠকে যোগ দিতে জোটের সদর দপ্তর ব্রাসেলসে এসেছেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবের্গ৷ সেখানে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার মন্ত্রণালয় হাঙ্গেরির রাষ্ট্রদূতকে তলব করবে৷
বৈঠক শুরুর ঠিক আগে তিনি বলেন, ‘‘আমরা মনে করি এটি একটি সম্পূর্ণ ভুল সংকেত৷’’ হাঙ্গেরির কাছ থেকে এই বিষয়ে ‘সম্পূর্ণ ব্যাখ্যা’ও দাবি করেছে ভিয়েনা৷
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More