Main Menu

পাচারকারীদের মুক্তি দিচ্ছে হাঙ্গেরি, সীমান্তে কড়া পাহারায় অস্ট্রিয়া

বিদেশবার্তা২৪ ডেস্ক:
মানবপাচারের দায়ে বিভিন্ন মেয়াদে কারাগারে থাকে হাজারো কয়েদিকে মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি৷ এই ঘোষণার পরই হাঙ্গেরির সঙ্গে থাকা সীমান্তে নজরদারি বাড়িয়েছে অস্ট্রিয়া, তল্লাশিতেও কড়াকড়ি অবস্থানে আছে দেশটির সীমান্তরক্ষীরা৷

হাঙ্গেরির এমন ঘোষণায় ভীষণ ক্ষিপ্ত হয়েছে ভিয়েনা৷ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সোমবার অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবের্গ বলেছেন, মানবপাচারকারীদের মুক্তি দেয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে ভিয়েনায় হাঙ্গেরির রাষ্ট্রদূতকে তলব করবে তার মন্ত্রণালয়৷

অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোববার জানানো হয়েছে, হাঙ্গেরি, রোমানিয়া এবং সার্বিয়া থেকে আসা যানবাহনগুলোকে সীমান্তে ভালোভাবে তল্লাশি করা হবে৷ ইউরোপীয় ইউনিয়েনর সদস্য রাষ্ট্র হাঙ্গেরির সঙ্গে পুলিশি সহযোগিতার বিষয়টিও পর্যালোচনায় রয়েছে বলে জানানো হয়েছে৷

মানবপাচারের দায়ে সাজা ভোগ করা হাজার হাজার বিদেশি বন্দিকে মুক্তি দিচ্ছে হাঙ্গেরি৷ তবে তাদের প্রত্যেককে ৭২ ঘণ্টার মধ্যে হাঙ্গেরি ছেড়ে চলে যেতে হবে৷ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের জারি করা একটি ডিক্রিতে এই কথা বলা হয়েছে৷

শুক্রবার বুদাপেস্ট থেকে এই সিদ্ধান্ত আসার পরপরই প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ এতে বলা হয়েছে, হাঙ্গেরি সরকার যাদের মুক্তি দিচ্ছে তারা অসংখ্য মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছিল৷

বলকান রুট হয়ে পশ্চিম ইউরোপে অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে প্রধান রুট হাঙ্গেরি৷

এদিকে, গেল এপ্রিলে নতুন করে আরো অন্তত সাড়ে তিন হাজার আশ্রয় আবেদন জমা পড়েছে অস্ট্রিয়াতে৷ যা আগের বছরের তুলনায় তিন ভাগের এক ভাগ কম৷

চোরাচালানের রুটগুলোতে নজরদারি এবং অনিয়মিত অভিবাসীদের দেশ এবং ট্রানজিট দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর কারণে এই সংখ্যাটি কমেছে বলে মনে করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

তলব করা হবে রাষ্ট্রদূতকে

ইউরোপীয় ইউনিয়নের একটি বৈঠকে যোগ দিতে জোটের সদর দপ্তর ব্রাসেলসে এসেছেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবের্গ৷ সেখানে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তার মন্ত্রণালয় হাঙ্গেরির রাষ্ট্রদূতকে তলব করবে৷

বৈঠক শুরুর ঠিক আগে তিনি বলেন, ‘‘আমরা মনে করি এটি একটি সম্পূর্ণ ভুল সংকেত৷’’ হাঙ্গেরির কাছ থেকে এই বিষয়ে ‘সম্পূর্ণ ব্যাখ্যা’ও দাবি করেছে ভিয়েনা৷

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *