আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে একাধিক পদে চাকরি
বিদেশবার্তা২৪ ডেস্ক:
দূতাবাসের কনস্যুলার সহকারীসহ বেশ কিছু পদে জনবল নিয়োগ দেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দূতাবাস কর্তৃপক্ষ।
আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এই নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের পিআরও (কনস্যুলার সহকারী), সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ও ড্রাইভার পদে জনবল নিয়োগ দেয়া হবে।
এক্ষেত্রে আগ্রহী প্রার্থীকে ১০ জুন ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে বলা হয়েছে দূতাবাসের বিজ্ঞপ্তিতে। আবেদনকারীর ব্যক্তিগত, শিক্ষাগত ও কাজের অভিজ্ঞতার তথ্য দিয়ে পূর্ণ জীবন বৃত্তান্তসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ইমেইলে পিডিএফ ফাইল আকারে জমা দিয়ে আবেদন করতে হবে।
আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ইমেইল: bdembassy.auhrecruitment@gmail.com
পদের নাম: পিআরও (কনস্যুলার সহকারী)।
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ।
ভাষাগত যোগ্যতা: ইংরেজি এবং আরবি ভাষা বলতে ও লিখতে জানতে হবে।
কম্পিউটার দক্ষতা: মাইক্রোসফট অফিস স্যুট।
অন্যান্য যোগ্যতা: আমিরাতের বৈধ আইডি, বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র। এছাড়াও বৈধ ইউএই, জিসিসি, বাংলাদেশ আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স এবং জিসিসিতে কাজের অভিজ্ঞতা থাকলে তারা অগ্রাধিকার পাবে।
বেতন স্কেল: বিদ্যমান অনুমোদিত বেতন অনুযায়ী।
পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমান।
ভাষাগত যোগ্যতা: বাংলা এবং ইংরেজি ভাষায় কথা বলতে এবং লিখতে পারদর্শী হতে হবে। আরবি জানলে অগ্রাধিকার পাবে।
কম্পিউটার দক্ষতা: মাইক্রোসফট অফিস।
অন্যান্য যোগ্যতা: আমিরাতের বৈধ আইডি, বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র।
বেতন স্কেল: বিদ্যমান অনুমোদিত বেতন অনুযায়ী।
পদের নাম: ড্রাইভার।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান।
অন্যান্য যোগ্যতা: আমিরাতের বৈধ আইডি, বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র। এছাড়াও বৈধ ইউএই, জিসিসি, বাংলাদেশ আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স এবং জিসিসিতে কাজের অভিজ্ঞতা থাকলে তারা অগ্রাধিকার পাবে।
বেতন স্কেল: বিদ্যমান অনুমোদিত বেতন অনুযায়ী।
আবেদন করতে যা যা লাগবে:
১. বিস্তারিত তথ্য দিয়ে সিভি।
২. সকল শিক্ষাগত যোগ্যতা সনদ।
৩. জাতীয় পরিচয়পত্র।
৪. ড্রাইভিং লাইসেন্স।
যোগাযোগ:-
ঠিকানা: পি.ও বক্স: ২৫০৪, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত।
টেলিফোন: +৯৭১২৪৪৬৫১০০ (পিএবিএক্স), ফ্যাক্স: +৯৭১২৪৪৬৪৭৩৩ (সেন্ট্রাল)
ই-মেইল: mission.abudhabi@mofa.gov.bd
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More