Main Menu

বাড়তি প্রটোকল পাবে না বিদেশি রাষ্ট্রদূতরা : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক:
বিদেশি রাষ্ট্রদূত বা হাইকমিশনারদের বাড়তি প্রটোকল সুবিধা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‘রাস্তা-ঘাটে চলার জন্য কয়েকটা দেশকে স্পেশাল সিকিউরিটি ফোর্স দেওয়া হচ্ছে। উন্নত দেশে এটা দেওয়া হয় না। আমেরিকা, ইইউ, সৌদি আরবে এ সুবিধা দেওয়া হয় না। আমরা সিদ্ধান্ত নিয়েছি আর কাউকে এ সুবিধা দেব না।’

পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ‘সম্প্রতি আরও অনেকে এ সুযোগ চাচ্ছিলেন। এটা একটা প্রেস্টিজের বিষয়। আমাদের এত সম্পদ নেই যে, জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে সবাইকে বাড়তি প্রটোকল সুবিধা দেব। ৫৮ জন সবাই চান এ সুযোগ। আমরা এটা দিতে পারছি না। যার জন্য আমরা ঠিক করেছি কাউকে আর এ সুবিধা দেওয়া হবে না।’

তবে শর্ত সাপেক্ষে মূল্য পরিশোধ করে (ভাড়ায়) প্রটোকল নেওয়া যাবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বিদেশে এ সিস্টেম আছে। আমাদের সিকিউরিটি ফোর্স দরকার। মেট্রোরেল হয়েছে, পদ্মা সেতু হয়েছে; আমাদের নিজেদের নিরাপত্তার প্রয়োজনীয়তাও বেড়ে গেছে।’ ‘আমাদের দেশে আইন শৃঙ্খলা উন্নত। এখানে রাস্তাঘাটে কেউ কাউকে গুলি করে মারে না, গাড়ি আটকে মারে না। তাই আমরা মনে করি এগুলোর প্রয়োজন নেই। এটা রাখতে গেলে অনেকের মনে কষ্ট হয়। সরকারের সিদ্ধান্তের বিষয়টি গত সপ্তাহে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মিশনগুলোকে অবগত করা হয়েছে।’

তবে কবে নাগাদ এ নির্দেশনা কার্যকর হবে সে বিষয়ে কোনো তথ্য দেননি পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন, ‘এটা আমি বলতে পারব না। পুলিশ প্রশাসন এটা বলতে পারবে।’ সূত্র : বিডি-প্রতিদিন






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *