হবিগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষমাত্রা ২১ হাজার টন
নিউজ ডেস্ক:
হবিগঞ্জে বোরো ধান ও চালের দাম এবং সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এবার জেলায় ধান ও চাল সংগ্রহ করা হবে ২১ হাজার ৮৩ মেট্রিক টন। এর মধ্যে ৬ হাজার ৬৫৯ টন ধান ও ১৪ হাজার ৪২৪ মেট্রিক টন সেদ্ধ চাল। হবিগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা চাই থোয়াই প্রু মার্মা এ তথ্য জানান।
চলতি বছর বোরো ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩০ টাকা এবং চালের মূল্য প্রতি কেজি ৪৪ টাকা। সেই হিসেবে জেলায় ১৯ কোটি ৯৭ লাখ ৭০ হাজার টাকার ধান ও ৬৩ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার টাকার চাল সংগ্রহ করা হবে।
খাদ্য কর্মকর্তা জানান, জেলার ১৪টি অটো রাইস মিল থেকে ১৪ হাজার ৪২৪ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। অন্যদিকে ধান সংগ্রহের জন্য লটারির মাধ্যমে কৃষকের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে।
লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহ করা হবে হবিগঞ্জ সদর উপজেলায় ৫৪৫ মেট্রিক টন, শায়েস্তাগঞ্জে ১২৮, লাখাইয়ে ৬০৭, মাধবপুরে ৬২৬, চুনারুঘাটে ৬৩৭, বাহুবলে ৪৫৬, নবীগঞ্জে ১ হাজার ৩৮, বানিয়াচংয়ে ১ হাজার ৮২৯ ও আজমিরীগঞ্জ উপজেলা থেকে ৭৯৩ মেট্রিক টন।
চাল সংগ্রহ করা হবে হবিগঞ্জ সদর উপজেলায় ৩ হাজার ৯৪৩ মেট্রিক টন, লাখাইয়ে ২ হাজার ৩৫৬, মাধবপুরে ১ হাজার ৯০৪, চুনারুঘাটে ৩ হাজার ২০৮, বাহুবলে ১২৪, নবীগঞ্জে ৫৫২, বানিয়াচংয়ে ২ হাজার ৩৩৭ মেট্রিক টন।
ইতোমধ্যে ১০০ টন সেদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে। ধান ও চাল সংগ্রহের নির্ধারিত সময় ৩১ আগস্ট পর্যন্ত।
কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় ১ লাখ ২২ হাজার ৫৭৫ হেক্টর জমিতে এ বছর বোরো ধানের আবাদ হয়েছে। প্রতি হেক্টর জমি থেকে ৫ দশমিক ২ মেট্রিক টন হিসাবে এবার ৬ লাখ ৩৭ হাজার ৩৯০ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষিবিভাগ। প্রতিকেজি বোরো ধানের বাজার দর ৩০ টাকা হলে এবার জেলায় ১ হাজার ৯১২ কোটি টাকার ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More