ওমরাহ করতে গিয়ে সিলেটের যুবক নিখোঁজ
নিউজ ডেস্ক:
পরিবারকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচালের দাউদপুর গ্রামের বাসিন্দা সৌদ আল আরেফিন পাপলু নিখোঁজ হয়েছেন। মা ও ভাইকে নিয়ে গত ৮ মে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার সময় হারিয়ে যান তিনি। এরপর আশপাশে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পায়নি পরিবার। পরে নিখোঁজের বিষয়টি সৌদি পুলিশকে জানানো হয়।
পাপলুর পরিবার জানায়, পাপলু স্মৃতিভ্রষ্ট বা ভুলে যাওয়ার রোগে আক্রান্ত। কিছুদিন আগে তিনি স্মৃতিভ্রষ্ট বা ডিমনেশিয়া রোগে আক্রান্ত হন। এ কারণে মুহূর্তের মধ্যে তিনি সবকিছু ভুলে যান।
পাপলুর ফুফাতো ভাই রাসেল কালাম জানান, মক্কাতে কাবা শরীফে তওয়াফ করার সময় পাপলু হারিয়ে গেছেন। তিনি কিছুদিন পূর্বে বড় ধরনের অসুখের কারণে মুহূর্তে সবাইকে এবং সবকিছু ভুলে যান। কাবা শরীফের আশেপাশে যদি কারও নজরে আসে দয়া করে এই নম্বরে +৯৭১৫৬১২৭৮৭৮৮ জানানোর অনুরোধ।
তিনি আরও জানান, সৌদি পুলিশের কাছে পাপলু নিখোঁজের বিষয়টি অবগত করা হয়েছে। সৌদি পুলিশও তাকে খুঁজছে। তবুও কোনো হৃদয়বান ব্যক্তি তার দেখা পেলে দ্রুত পরিবারের সদস্যদের জানানোর অনুরোধ জানান কালাম।
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More