Main Menu

সুদান থেকে জেদ্দায় পৌছেছে আর ১৭৬ বাংলাদেশি

নিউজ ডেস্ক:
সুদান থেকে সৌদি আরবের জেদ্দায় আনা হয়েছে আরও ১৭৬ প্রবাসী বাংলাদেশিকে। সৌদি আরবের স্থানীয় সময় ৩টা ৩০ মিনিটে বিমানযোগে তারা জেদ্দায় এসে পৌঁছান। এর আগে, দুপুরে জেদ্দায় আসেন আরও ৭৫ বাংলাদেশি।

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস সূত্র জানায়, তিনটি আলাদা ফ্লাইটে বুধবার (১০ মে) সুদান থেকে সৌদি আরবে মোট ৪৭৮ জন বাংলাদেশি আসার কথা রয়েছে। জেদ্দা থেকে পরবর্তীতে তাদের বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, সুদান থেকে ৫৫৫ বাংলাদেশিকে চারটি ফ্লাইটে জেদ্দা আনা হচ্ছে। পরে জেদ্দা থেকে তাদের বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হবে।

শাহরিয়ার আলম বলেন, ৫৫৫ জন প্রবাসীকে পোর্ট সুদান থেকে ফিরিয়ে আনতে আমরা নিজেদের খরচে চারটি ফ্লাইট ঠিক করেছি। আজ তিনটি আর আগামীকাল একটি। পোর্ট সুদান থেকে প্রথমে তাদের জেদ্দায় আনা হবে। তারপর বিশেষ ফ্লাইটে আগামী ১২ মে তারা বাংলাদেশে আসবেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *