Main Menu

তীব্র গরমে জনজীবনে নাভিশ্বাস

নিউজ ডেস্ক:
দিনে-রাতে প্রায় সমান গরমে সিলেটের জনজীবনে নাভিশ্বাস । তাপপ্রবাহের এমন পরিস্থিতি আরও ২৪ঘণ্টা চলতে পারে বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে। তীব্র তাপদাহে অতীষ্ঠ জনজীবন। গরমে নাকাল সিলেটের মানুষজন। গরমের তীব্রতায় তৃষ্ণার্ত মানুষের পাশাপাশি প্রাণীকুলেও নাভিশ্বাস উঠেছে। চারিদিকে একটু শীতল পরশ লাভের জন্য মানুষ যেন ব্যাকুল। আবহাওয়াবিদরা জানান, এরই মধ্যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে সারাদেশে।

প্রতিবছর এ মৌসুমে সিলেটের বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচেপড়া ভিড় থাকলেও প্রকৃতির এমন প্রতিকূল আচরণে ত দুই দিনে বদলে গেছে দৃশ্যপট। পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন কেন্দ্রগুলো। বৃষ্টি নেই, বাতাস নেই, সঙ্গে লোডশেডিং। সব মিলিয়ে হাঁপিয়ে উঠেছেন সিলেটের মানুষজন।

মঙ্গলবার সকালে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বৈশাখ মাসে খরাপূর্ণ আবহাওয়া থাকাটাই স্বাভাবিক। গত দুই দিন বৃষ্টিপাত কম হওয়ার পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। ফলে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বেশ গরম অনুভূত হচ্ছে।

এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। এটি আরও ঘনীভূত হচ্ছে। এর প্রভাবে প্রায় সারা দেশে বিরাজ করছে গুমোট আবহাওয়া। লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। পরবর্তীতে এর প্রভাবে এ সপ্তাহের শেষে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সিলেটের তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা আছে। আগামী সপ্তাহে নগরীসহ সিলেটের বিভিন্ন স্থানে ভারী হতে পারে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *