সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ২৩ মে
নিউজ ডেস্ক:
হজযাত্রীদের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে এবার সিলেট থেকে সরাসরি সাতটি ফ্লাইট পরিচালিত হবে। আগামী ২৩ মে থেকে এ হজ ফ্লাইট চলবে। এর মধ্যে সিলেট-জেদ্দা রুটে ছয়টি এবং সিলেট-মদিনা রুটে একটি ফ্লাইট রয়েছে।
বিমানের সিলেট অফিস সূত্রে জানা যায়, এবছর সিলেট থেকে হজযাত্রী দ্বিগুণ হয়েছে। বিষয়টি মাথায় রেখে সিলেট থেকে বাড়ানো হয়েছে হজ ফ্লাইট। সিলেট অঞ্চলের ২ হাজার ৯৭৬ হজযাত্রী পরিবহনে সাতটি ফ্লাইট পরিচালিত হবে। ২৩ মে ছাড়াও অন্য ফ্লাইটগুলোর মধ্যে ৩ জুন সিলেট-মদিনা রুটে এবং ৬, ১০, ১৭, ১৮ জুন সিলেট-জেদ্দা রুটে ফ্লাইট চলাচল করবে। পাশাপাশি শিডিউল ফ্লাইটেও সিলেট থেকে হজযাত্রী পরিবহন করা হবে।
হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) সিলেটের সভাপতি জহিরুল কবির চৌধুরী শীরু বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আমরা সরাসরি হজ ফ্লাইটের দাবি জানিয়ে আসছিলাম। এ বিষয়ে গত ২ মে বিমানের সিলেট অফিস ব্যবস্থাপক বরাবরে হাব লিখিত আবেদনও করে। সরাসরি সাতটি হজ ফ্লাইট পরিচালিত হলে তা নিঃসন্দেহে সিলেটবাসীর জন্য আনন্দের। এটা হলে সিলেটের হজযাত্রীদের আর ঢাকায় যেতে হবে না। হজ যাত্রীদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More