সৈয়দ জয়নাল আবেদীন এডভোকেটের মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া মাহফিল অব্যাহত
নিউজ ডেস্ক:
বিশিষ্ট আইনজীবি ,মৌলভীবাজারের প্রথম নোটারী পাবলিক ,লেখক ,গবেষক ও ইতিহাসবীদ সৈয়দ জয়নাল আবেদীনের মৃত্যুতে শোক প্রকাশ অব্যাহত রয়েছে।
গতকাল ২৮ এপ্রিল শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮ টায় ভারচুয়েলী সারা বিশ্ব ব্যাপী এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় এ দোয়া মাহফিলে অংশ নেন -ডঃ হাসনাত এম হোসেইন এমবিই ,অধ্যাপক শহীদুর রহমান ,সৈয়দ ফেরদৌস লালন ,সৈয়দ সুহেল আহমদ ,কবি শিহাবুজ্জামাম কামাল ,শাহ মোহাম্মদ মাসুক ,ডঃ মোহাম্মদ আবুল লেইস ,আনকার মিয়া ,আনোয়ার মিয়া ,কাউন্সিলার আবু তালহা চৌধুরী ,আবু আনাস চৌধুরী ,আবু আক্কাস চৌধুরী ,সৈয়দ ইশতিয়াক জাকেরীন ,মিছবাউর রহমান ,সৈয়দ এহতেশাম আরেফিন ,সৈয়দ মুশফিক শাকেরীন ,সৈয়দ মুফলেহুস সালেহিন ,মিসেস শাকেরা কাওকাব মোহাম্মদ ,মিসেস শামসুন নাহার সহ বিভিন্ন গুণীজন ।দোয়া পরিচালনা করেন দেওয়ান মাসুদ রাজা চৌধুরী ।
সভায় বিভিন্ন বক্তা -মরহুম সৈয়দ জয়নাল আবেদীনের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন ও রুহের মাগফিরাত কামনা করেন ।
ঐদিন শুক্রবার বাদ জুমআ’ কুইসার জামে মসজিদে এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয় ।দোয়া মাহফিলে শতাধিক গ্রামবাসী ও হাফেজী মাদ্রাসার ছাত্র ছাড়াও বিশিষ্ট সাংবাদিক মকিছ মনসুর ,সাংবাদিক আজাদুর রহমান আজাদ ,সালেহ আহমদ চৌধুরী সিংকাপনী,আব্দুল জলিল সহ বিভিন্ন গুণীজন উপস্থিত ছিলেন ।
দোয়া মাহফিল শেষে শিরনী বিতরন করা হয় ।
এদিকে সৈয়দ জয়নাল আবেদীনের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ ও আত্মার মাগফিরাত কামনা করেছেন – যুক্তরাজ্যস্থ সাবেক হাইকমিশনার গিয়াস উদ্দিন মনির ,সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি ,লস্করপুর সাহেব বাড়ির দেওয়ান সৈয়দ হুমায়ুন রেজা চৌধুরী ,অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মহসিন ,প্রবীন মুরব্বী আলহাজ্ব এ এস মোহাম্মদ চৌধুরী সিংকাপনী ,লেখক ,সাংবাদিক ও গবেষক মুহাম্মদ ফয়জুর রহমান ,বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযাদ্ধা এম এ মালেক খান ,হবিগন্জের সাবেক পৌর মেয়র শহীদ চৌধুরী ,মুসলিম সাহিত্য সংসদের সাধারন সম্পাদক সৈয়দ মবনু ,বিশিষ্ট সাংবাদিক ও গবেষক সরওয়ার আহমদ প্রমুখ ।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More