Sunday, April 30th, 2023
সৈয়দ জয়নাল আবেদীন এডভোকেটের মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া মাহফিল অব্যাহত
নিউজ ডেস্ক: বিশিষ্ট আইনজীবি ,মৌলভীবাজারের প্রথম নোটারী পাবলিক ,লেখক ,গবেষক ও ইতিহাসবীদ সৈয়দ জয়নাল আবেদীনের মৃত্যুতে শোক প্রকাশ অব্যাহত রয়েছে। গতকাল ২৮ এপ্রিল শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৮ টায় ভারচুয়েলী সারা বিশ্ব ব্যাপী এক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় এ দোয়া মাহফিলে অংশ নেন -ডঃ হাসনাত এম হোসেইন এমবিই ,অধ্যাপক শহীদুর রহমান ,সৈয়দ ফেরদৌস লালন ,সৈয়দ সুহেল আহমদ ,কবি শিহাবুজ্জামাম কামাল ,শাহ মোহাম্মদ মাসুক ,ডঃ মোহাম্মদ আবুল লেইস ,আনকার মিয়া ,আনোয়ার মিয়া ,কাউন্সিলার আবু তালহা চৌধুরী ,আবু আনাস চৌধুরী ,আবু আক্কাস চৌধুরী ,সৈয়দ ইশতিয়াকRead More