Main Menu

ইতালির আনকোনা সিটি নির্বাচন, লড়ছেন দুই বাংলাদেশি

বিদেশবার্তা২৪ ডেস্ক:
ইতালির বন্দরনগরী আনকোনা সিটি কর্পোরেশন নির্বাচন জমে উঠেছে। ইতালিয়দের পাশাপাশি দুই বাংলাদেশি প্রার্থীর প্রচারণায় মুখর এখন বন্দরনগরী। আগামী ১৪ এবং ১৫ মে অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

এই নির্বাচনে বাংলাদেশি নাজমুল আহমেদ নাহিদ ইতালির আলোচিত রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্টের মনোনয়ন পেয়েছেন। রবিবার আয়োজিত এক নির্বাচনী সভায় স্থানীয় সংসদ সদস্য জর্জো ফেদে এবং মেয়র প্রার্থী এনরিকো স্পারাপানিসহ কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। অপরদিকে তাহসিনা প্রতিদ্বন্দ্বিতা করছেন
“আনকোনা দিয়ামচি দেল নোই” নামক একটি গ্রুপ থেকে।

ইতালিয় পার্লামেন্টের সংসদ সদস্য মি: জর্জো ফেদে প্রবাসী বাংলাদেশীদের প্রশংসা করেন। বিদেশিদের মধ্যে আনকোনাতে বাংলাদেশিদের কাজ করার হার সবচেয়ে বেশি, এটার মানে হল তাদের ইচ্ছা আছে, কাজ করে তাদের পরিবারদেরকে ভালো রাখার পাশাপাশি ইতালির উন্নয়নে ভূমিকা রাখার।

আনকোনার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইভ স্টার মুভমেন্টের এনরিকো স্পারাপানি। তিনি নির্বাচিত হলে বাংলাদেশীদের জন্য একটি খেলার মাঠ বরাদ্দের প্রতিশ্রুতি দেন। মেয়র প্রার্থী এনরিকো স্পারাপানি স্কুলে বিদেশি শিক্ষার্থীদের এক্সট্রা কেয়ার ও তাদের বিভিন্ন রকমের সহযোগিতার ঘোষণা দিয়েছেন তিনি। যাতে করে ইতালিয়ানদের সাথে বিদেশি শিক্ষার্থীরা পিছিয়ে না পড়ে।”

বাংলাদেশী দুই প্রার্থী নাজমুল আহমেদ নাহিদ ও উম্মে সালসাবিল তাহসিনা ভাষা শিক্ষা, হাসপাতাল এবং স্টেপারমেট নবায়নের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

উল্লেখ্য, আনকোনা শহরে মাত্র ৩ হাজার ৬০০ বাংলাদেশি বসবাস করেন। তাদের মধ্যে ৯শ’ বাংলাদেশি নাগরিকত্ব পেয়েছে।যারা আগামী ১৪ এবং ১৫ মে এই সিটি নির্বাচনে ভোটদান করতে পারবেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *