Main Menu

নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভুঁইয়ার মৃত্যু

বিদেশবার্তা২৪ ডেস্ক:
বীর মুক্তিযোদ্ধা ও নিউইয়কের বাসিন্দা রুহুল আমিন ভুঁইয়া (৭৬) নিউইয়র্ক এর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

তিনি প্রায় ১ বৎসর কোমায় থাকা ছিলেন। গত বছরের ১১ই মে সকালে কুইন্সের হিলসাইড এভিনিউর ফাতেমা গ্রোসারির পাশে পথ চলার সময় ছিনতাইকারির ধাক্কায় গুরুতরভাবে আহত হন তিনি।

দুর্ঘটনার পর চিকিৎসকরা শতচেষ্টা করেও তার জ্ঞান ফেরাতে পারেনি। আজ মঙ্গলবার বাদ মাগরিব মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে জ্যামাইকা মুসলিম সেন্টারে। জানাজা শেষে তার কফিন জাতীয় পতাকায় আচ্ছাদিত করে বীর মুক্তিযোদ্ধারা সর্বশেষ স্যালুট জানাবেন। এ সময় রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান। পরবর্তীতে তার কফিন বাংলাদেশে পাঠানো হবে।

তার মৃত্যুতে নিউইয়র্কে বাংলাদেশি কমিনিউটিতে শোকের ছায়া নেমে এসেছে। প্রবাসী বাংলাদেশিরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *