Main Menu

বন্দুক সহিংসতা: যুক্তরাষ্ট্রে হত্যাযজ্ঞের দ্রুত হারের রেকর্ডের শঙ্কা

বিদেশবার্তা২৪ ডেস্ক:
যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিনিয়তই কোন না কোন অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতার ঘটনা ঘটছে। চলতি বছর ২০২৩ সালের তিন মাসেই গোটা যুক্তরাষ্ট্রে ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে বন্দুক সহিংসতায়।সর্বশেষ যুক্তরাষ্ট্রে ১১১ দিনে ১৭টি হত্যাযজ্ঞে নিহত হয়েছেন ৮৮ জন। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই হত্যাকারীরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। এমন সহিংসতা সর্বশেষ ২০০৯ সালে একই সময়ে দেখা গেছে।

আশঙ্কা করা হচ্ছে যে, যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে দ্রুত হারে হত্যাযজ্ঞের নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে। চলতি বছর এখন পর্যন্ত প্রতি সপ্তাহে একটি করে আতঙ্ক সৃষ্টিকারী হত্যাকাণ্ড ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে এমন আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সোমবার টেনেসির গ্রেড স্কুলের শিশুদের গুলি করে হত্যা করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে কর্মক্ষেত্রে মনোমালিন্যের জের ধরে খামার-কর্মীরা বুলেটের আঘাতে জর্জরিত হয়েছেন। ক্যালিফোর্নিয়ায় লস এঞ্জেলেসের বাইরে একটি বলরুমে নৃত্যরতদের চান্দ্র নববর্ষ উদযাপনের সময় গুলির আঘাতে ছিন্নভিন্ন করা হয়েছে।

এ ছাড়া গত সপ্তাহে আলাবামার ডেইডভিলে একটি পার্টিতে যোগ দেওয়া চার ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও ৩২ জন। এক কিশোরীর ১৬ বছরে পা দেওয়া উপলক্ষ্যে আয়োজিত সুইট সিক্সটিন পার্টিতে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। মেইন অঙ্গরাজ্যের বোডউইনে সদ্য কারাগার থেকে মুক্তি পাওয়া এক ব্যক্তি তার পিতা-মাতাসহ চারজনকে গুলি করে হত্যা করে। এর পর তিনি একটি আন্তঃরাজ্য মহাসড়কে মোটরচালকদের ওপর গুলি চালান।

প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাযজ্ঞগুলো পত্রিকার শিরোনাম হলেও ৩৩ কোটি ৫০ লাখ মানুষের দেশে এই সংখ্যা পরিসংখ্যান হিসেবে খুবই নগন্য। তাছাড়া হাতেগোনা কিছু মানুষ এমন ঘটনা ঘটান বলে মনে করা হয়। এ বছরও একই ভাবনা অব্যাহত থাকবে কি না, তা অনুমান করা কঠিন।

তবে তার পরও বিশেষজ্ঞ এবং অধিকার কর্মীরা সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের বিস্তারের নিন্দা করেছেন। কোভিড-১৯ মহামারির প্রথম বছর রেকর্ড সংখ্যক আগ্নেয়াস্ত্র বিক্রি হয়েছে।

বন্দুক সহিংসতার তথ্য-উপাত্ত রাখে এমন একটি সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের পরিসংখ্যান অনুযায়ী, বন্দুক সহিংসতায় চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১০ হাজার মার্কিনি প্রাণ হারিয়েছেন। অর্থাৎ প্রতিদিন গড়ে অন্তত ১১৪ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা কতটা ভয়াবহ রূপ নিয়েছে, এ পরিসংখ্যান থেকেই তা স্পষ্ট।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *