তাশাহুদের পর অজু ভেঙে গেলে করণীয়
ধর্ম ডেস্ক:
একজন মুসলিমকে সব সময় আল্লাহর উপর ঈমান রাখতে হয় এবং প্রতিদিন পাঁচবার রবের সামনে উপস্থিত হতে হয়। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়াকে ফরজ করেছেন আল্লাহ তায়ালা। নামাজের ভেতর অনেক ফরজ, ওয়াজিব ও সুন্নত কাজ রয়েছে।
নামাজের গুরুত্বপূর্ণ ফরজ কাজ বৈঠক বা বসা। আর বৈঠকে তাশাহহুদ পড়া ওয়াজিব বা আবশ্যক। প্রতি দুই দুই রাকাত পর পর বৈঠকে বসতে হয় এবং তাশাহুদ পড়া হয়। নামাজের প্রতিটি বিধান পালন করতে হয় পবিত্র অবস্থায়, কারণ পবিত্রতা নামাজের অন্যতম শর্ত।
হজরত জাবির ইবনু আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি হল নামাজ। আর নামাজের চাবি হল পবিত্রতা। (সুনানে তিরমিজি, ০৪; মুসনাদে আহমাদ, ১৪৭০৩)
নামাজ পড়ার সময় কোনওভাবে অজু ভেঙে গেলে নামাজ ভেঙে যায় এবং নতুন করে নামাজ পড়তে হয়। তবে বৈঠকে বসে তাশাহুদ পড়ার পর সালাম ফিরানোর আগে অজু ভেঙ্গে গেলে করণীয় বিষয়ে জানা না থাকলে অনেকে সমস্যায় ভোগেন। এই নামাজের বিধান নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান।
এমন পরিস্থিতির ক্ষেত্রে আলেমরা বলেন, তাশাহুদ পড়ার পর কারো অজু ভেঙ্গে গেলে তার করণীয় হলো কারো সঙ্গে কথাবার্তা না বলে নতুন করে অজু করে এসে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে নিবে, এভাবে পড়লে নামাজ হয়ে যাবে। এর বিপরীতে অন্য কারো সঙ্গে কথা বলে ফেললে নতুন করে নামাজ পড়া ওয়াজিব। (রদ্দুল মুহতার, ২/৩৫৩)
Related News
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক?
মজার ছলে কাউকে গালি দেওয়া কি ঠিক? আড্ডার সময়ে বন্ধুরা একে অপরের সঙ্গে বিভিন্ন ধরনেরRead More
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী
যৌবনকালের ইবাদতের গুরুত্ব নিয়ে যা বললেন আজহারী যৌবনকালের ইবাদত একটি লাভজনক ইনভেস্টমেন্ট বলে মন্তব্য করেছেনRead More